ত্রিদেশীয় সিরিজ়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পান হ্যারিস রউফ। নিজের সপ্তম ওভারে বল করার সময় চোট পাওয়ার পর আর মাঠে ফিরতে পারেননি পাকিস্তানের জোরে বোলার। স্বভাবতই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রউফকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান শিবিরে।
জসপ্রীত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, এখনও নিশ্চিত নয়। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। ভারতের মতোই পাকিস্তান শিবিরেও উদ্বেগ তৈরি হয়েছে বোলিং নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রউফের খেলা এখনও নিশ্চিত নয়।
শনিবার ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান জানান, রউফের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই। চোট কতটা গুরুতর, তা পরীক্ষার পর বোঝা যাবে বলে জানিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) জানিয়েছে রউফের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই। পেশির টান গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিন বিশ্রাম নিলেই সম্ভবত তিনি ফিট হয়ে যাবেন। তবে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।
পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘হ্যারিস রউফের এমআরআই এবং স্ক্যান করানো হয়েছে। বল করার সময় পেটের নিচের অংশের পেশিতে টান লেগেছে রউফের। চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবে। সাবধানতা হিসাবে ত্রিদেশীয় সিরিজ়ের পরের ম্যাচে খেলানো হবে না রউফকে।’’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের প্রথম খেলা আগামী ১৯ ফেব্রুয়ারি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন রিজ়ওয়ানেরা। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবেন তাঁরা। গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।