Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Pakistan Cricket Board

রোহিত, কোহলিদের জন্য নিরাপদ নয়, পাকিস্তানের ভিতর থেকেই উঠল উল্টো সুর!

পাকিস্তানে রোহিত, কোহলিদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয় বিসিসিআই। পিসিবি ভারতের এই দাবি মানতে নারাজ। পাকিস্তানেরই এক প্রাক্তন ক্রিকেটারের দাবি, তাঁর দেশ ভারতীয় দলের জন্য নিরাপদ নয়।

picture of Rohit Shrma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা। বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ১৭:৪৫
Share: Save:

নিরাপত্তার কারণে গত এশিয়া কাপের সময় পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠানো নিয়েও সিদ্ধান্ত নেননি বিসিসিআই কর্তারা। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভারতীয় বোর্ডের আশঙ্কাকে আমল দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা। কিন্তু পাকিস্তানেরই প্রাক্তন এক ক্রিকেটারের দাবি, চাপ বৃদ্ধি করল পিসিবির।

পাকিস্তানে রোহিত, কোহলিরা নিরাপদ নন। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে। ভারতের কোনও প্রাক্তন ক্রিকেটার এই দাবি করেননি। দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। নিজের দেশের বর্তমান অস্থির পরিস্থিতির উদাহরণ দিয়ে একটি সাক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, ‘‘ভারতীয় দলের পাকিস্তান সফর করা ঠিক হবে না। পিসিবির বিষয়টা ভাবা দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মনে হয় হাইব্রিড মডেলেই হবে প্রতিযোগিতা। একটা অংশ হতে পারে দুবাইয়ে।’’

রোহিত, কোহলিদের কেন পাকিস্তানে যাওয়া উচিত হবে না? কানেরিয়া বলেছেন, ‘‘আমার মতে, ক্রিকেটারদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ক্রিকেট বোর্ডের মান-সম্মানের বিষয়টা পরে ভাবা যেতে পারে। অনেকগুলি বিষয় আছে। বিসিসিআই দুর্দান্ত কাজ করছে। সব দেশের ক্রিকেট বোর্ডের বিষয়টা মেনে নেওয়া উচিত।’’

পিসিবি কর্তারা জানিয়েছেন, তাঁরা ভারতের সব ম্যাচ লাহোরে করতে চান। তা হলে ভারতীয় দলকে পাকিস্তানের মধ্যে সফর করতে হবে না। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তা ছাড়া, লাহোর ওয়াঘা-আর্টারি সীমান্তের কাছে হওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও সহজে দলের খেলা দেখতে যেতে পারবেন।

গত এক দিনের বিশ্বকাপের সময় পিসিবি বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিল। সে কথা মনে করিয়ে দিয়ে আইসিসিকে চাপে রাখার চেষ্টা করছে আয়োজক পাকিস্তান। গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল তাঁরা মানবেন না। আইসিসি সরকারি ভাবে কিছু জানায়নি। তবে কানেরিয়ার বক্তব্য পাকিস্তানের ক্রিকেট কর্তাদের চাপ বৃদ্ধি করতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE