ওয়াহাব রিয়াজ। — ফাইল চিত্র
পাকিস্তানের লাহোরে গত কয়েক দিন ধরেই তুমুল বৃষ্টি হচ্ছে। বেশির ভাগ এলাকাই জলমগ্ন। সেই রাস্তায় বেশি গতিতে গাড়ি চালিয়ে আশেপাশের বাইক-আরোহী এবং পথচারীদের ভিজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে। তবে টুইটারে ওয়াহাব নিজের কাজের জন্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তাঁর বার্তা, ইতিবাচক দিক থেকে ঘটনাটিকে দেখতে হবে।
পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি বুধবার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন। তার আগেই তাঁর সরকারের ক্রীড়ামন্ত্রীর কাণ্ডের সমালোচনা হয়েছে। টুইটারে রিয়াজের গাড়ি চালানোর ভিডিয়ো দেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তায় গতিতে গাড়ি চালানোর সময় আশপাশে থাকা লোকজন এবং বাইক-আরোহীদের পুরোপুরি ভিজিয়ে দিচ্ছেন ওয়াহাব। এমনকী ছোট গাড়ির জানলা দিয়ে জল ঢুকে ভেতরে থাকা আরোহীরাও ভিজে যাচ্ছেন।
সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানের সাংবাদিক রাজা জাইদি ওই ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে এক জন লিখেছেন, ‘অবৈধ ক্রীড়ামন্ত্রী’। আর একজন লিখেছেন, “এত জোরে উনি গাড়ি চালাচ্ছেন যে আশপাশের লোকেদের খেয়ালই করছেন না।” রায়হাম মাহমুদ নামে একজন লিখেছেন, “খুব খারাপ কাজ করেছেন ক্রীড়ামন্ত্রী।”
Very sad to see this video of @WahabViki when bike riders and small car travelers affected by dirty water raised due to his giant land cruiser. Such Kind of act is not fair. He should pardon for it.#WahabRiazShower #WahabRiaz #PardonWahabRiaz pic.twitter.com/QSIV1FngFv
— Saqib Ali (@SaqibAliHaidri) July 5, 2023
There are always two sides of the coin, but unfortunately we always see the wrong one only. I’m sorry for what happened yesterday, it was purely unintentional and was misperceived in a very wrong way. Let’s try to spread positivity always and not malign this beautiful country of…
— Wahab Riaz (@WahabViki) July 6, 2023
ভিডিয়োটি নজরে পড়েছে রিয়াজেরও। তিনি লিখেছেন, “একটা কয়েনের সব সময় দুটো দিক থাকে। দুর্ভাগ্যবশত আমরা শুধু খারাপ দিকটাই দেখি। গত কাল যা হচ্ছে তার জন্যে দুঃখিত। সম্পূর্ণ অনিচ্ছাকৃত কাজ এবং ঘটনাটাকে অন্য ভাবে দেখানো হচ্ছে। ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন। দয়া করে আমাদের সুন্দর দেশটাকে নেতিবাচক কথায় ভরিয়ে দেবেন না।”
প্রসঙ্গত, লাহোরে ৩০ বছরের নজির ভেঙে গিয়েছে। মাত্র ১০ ঘণ্টার ২৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্তত সাত জন মারা গিয়েছেন। প্রায় সব রাস্তাতেই প্রচুর জল জমেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy