করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান করলেন কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র
অবশেষে এ বছর টেস্টে তিন অঙ্কের ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। ২০২১ সালে জানুয়ারি মাসের পর আবার হেলমেট খুলে, ব্যাট তুলে শতরান উদ্যাপন করলেন তিনি। সে বারও দ্বিশতরান করেছিলেন তিনি। বৃহস্পতিবারও দ্বিশতরান করলেন। সেই দ্বিশতরানটাও এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এ দিনও বাবরদের বিরুদ্ধেই দ্বিশতরান করলেন তিনি। আগেরটা এসেছিল নিজেদের দেশে, এ দিন শতরান করলেন করাচিতে। উইলিয়ামসনের টেস্ট কেরিয়ারে পঞ্চম দ্বিশতরান।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আসার আগেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দেওয়া থেকে নিজেকে সরিয়ে নেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক লাল বলের ক্রিকেটে শুধু ব্যাটিংয়ে মন দিতে চান। সেই কারণেই নেতৃত্ব ছেড়েছেন। দায়িত্বের বোঝা কাঁধ থেকে নামতেই চলতে শুরু করল উইলিয়ামসনের ব্যাট। পেয়ে গেলেন শতরান। যেটাকে তিনি দ্বিশতরানে নিয়ে গেলেন। শেষ ১০টি ইনিংসে মাত্র একটি অর্ধশতরান এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে। নেতৃত্ব ছেড়েই এল দ্বিশতরান।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ৬১২ রান তুলে ইনিংস শেষ করল নিউ জ়িল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ রান তোলে। বাবর আজ়ম করেন ১৬১ রান। সলমন আঘাও শতরান করেছিলেন। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ড তুলল ৬১২ রান। উইলিয়ামসনের দ্বিশতরান ছাড়াও রান পেয়েছেন টম লাথাম। তিনি ১১৩ রান করেছিলেন। ডেভন কনওয়ে ৯২ রান করেন। ইশ সোধি করেন ৬৫ রান। উইলিয়ামসন দ্বিশতরান করতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন নতুন অধিনায়ক টিম সাউদি।
A fifth Test double-hundred for Kane Williamson & his first overseas! The Karachi crowd & his teammates rise to applaud his 395 ball knock. His milestone also brings the declaration at 612/9, a lead of 174. Tea taken! Follow play LIVE in NZ with @skysportnz & @SENZ_Radio #PAKvNZ pic.twitter.com/S430Pri36u
— BLACKCAPS (@BLACKCAPS) December 29, 2022
উইলিয়ামসন এর আগে চারটি দ্বিশতরান করলেও তা এসেছিল দেশের মাটিতে। প্রথম বার বিদেশের মাটিতে দ্বিশতরান করলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ৩৯৫ বলে ২০০ করেন উইলিয়ামসন। একটি ছক্কা এবং ২১টি চার মারেন তিনি। পাকিস্তানের থেকে ১৭৪ রান এগিয়ে ইনিংস শেষ করেন উইলিয়ামসনরা। চতুর্থ দিনের খেলা চলছে করাচিতে। নিউ জ়িল্যান্ডের রান টপকে বড় রানের লিড নিতে হবে পাকিস্তানকে। কিউইরা চাইবেন দ্রুত পাকিস্তানের উইকেট ফেলে ম্যাচ জিততে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy