ছয় মেরে পাকিস্তানকে জেতানোর পর নাসিম। —ফাইল চিত্র
শাহিদ আফ্রিদির সংস্থায় নিজের ব্যাট দান করে দিলেন নাসিম শাহ। পাকিস্তান পেসারের ছক্কা হাঁকানো ব্যাট নিলাম করা হবে। যে টাকা উঠবে, তা দিয়ে পাকিস্তানের বন্যাবিধ্বস্ত মানুষদের সাহায্য করতে চান নাসিম।
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন নাসিম। পাকিস্তান পেসার শেষ ওভারে যে ওই ভাবে ম্যাচ জেতাতে পারবেন তা কেউই আশা করেননি। তাঁর সেই ম্যাচ জেতানো ইনিংস পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেছিল। সেই সঙ্গে ভারতকে এশিয়া কাপ থেকে ছিটকেও দেয়। সুপার ফোরে ম্যাচ জেতার মুখে ছিল আফগানিস্তান। শেষ ওভারে বল করছিলেন ফজলহক ফারুকি। ১১ নম্বরে ব্যাট করতে নেমে তাঁকে সেই ওভারে দু’টি ছয় মারেন নাসিম।
বৃহস্পতিবার নাসিম একটি ভিডিয়ো টুইট করেন। সেখানে পাক পেসার বলেন, “আমার জন্য এই ব্যাটটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের মানুষ বন্যায় ডুবে রয়েছেন। আমি তাই এই ব্যাট শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে দিচ্ছি। কারণ লালা এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।” আফ্রিদির কাছে নাসিম আবেদন জানিয়েছেন তাঁর এলাকার মানুষদের সাহায্য করার জন্যও।
Humbled to auction off my sixer bat from the Pak Vs. Afghan Asia Cup match for @SAFoundationN Flood Relief Campaign across Pakistan. Grateful to @SAfridiOfficial for taking such a noble initiative! Support them in ensuring #HopeNotOut.https://t.co/zsMHUIrkof pic.twitter.com/VLoBC5nl8k
— Naseem Shah (@iNaseemShah) September 15, 2022
নাসিমকে ফের দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy