Advertisement
২১ অক্টোবর ২০২৪
Mohammed Shami

বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই পুরোদমে বল করলেন শামি, ভারতীয় পেসারকে নিয়ে কী পরিকল্পনা রোহিতদের?

বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পরেই মাঠে দেখা গেল অন্য এক দৃশ্য। বল হাতে নেমে পড়লেন মহম্মদ শামি। এক ঘণ্টারও বেশি সময় ধরে পুরোদমে বল করলেন তিনি। তাঁকে নিয়ে কী ভাবছেন রোহিতেরা?

cricket

মহম্মদ শামি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ১৯:৩৪
Share: Save:

রবিবার দুপুরে বেঙ্গালুরু টেস্ট সবে শেষ হয়েছে। ক্রিকেটারেরা ফিরেছেন সাজঘরে। আচমকাই মাঠে দেখা গেল অন্য এক দৃশ্য। বল হাতে নেমে পড়লেন মহম্মদ শামি। এক ঘণ্টারও বেশি সময় ধরে পুরোদমে বল করলেন তিনি। ব্যাট করলেন সহকারী কোচ অভিষেক নায়ার। শামিকে বল করতে দেখায় জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়‌ের আগে চলতি সিরিজ়‌েই কোনও সময় তাঁকে খেলিয়ে দেখে নেওয়া হবে কি না।

বাঁ পায়ের হাঁটুতে মোটা করে স্ট্র্যাপ বেঁধে বল করতে নেমেছিলেন শামি। অভিষেক ব্যাট করার সময় মর্নি মর্কেল গোটা ব্যাপারটা দেখছিলেন। শামিকে কোনও রকম অস্বস্তিতে দেখা যায়। বোলিংয়ের মাঝে কিছুটা বিরতি নিয়ে বাউন্ডারির ধারে ফিল্ডিং অনুশীলন করেন। আবার ফেরেন বোলিংয়ে।

দুপুর ২.৩০ নাগাদ অনুশীলন শুরু হয় শামির। প্রথমে কয়েকটি ওয়ার্ম-আপ ডেলিভারি করেন। এর পর পুরো রান-আপ নিয়ে বল করা শুরু করেন এবং শেষ পর্যন্ত সেটাই চালিয়ে যান। অভিষেকের ব্যাটিং শেষ হওয়ার পর মর্কেল পিচের মধ্যে ‘কোন’ রেখে সেই জায়গায় শামিকে বল করার নির্দেশ দেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে পুরোটা লক্ষ রাখেন তিনি। বিকেল ৩.৫০ নাগাদ শেষ হয় শামির অনুশীলন। তার পরে দীর্ঘ ক্ষণ মর্কেলের সঙ্গে কিছু আলোচনা করেন।

দ্বিতীয় দিনের খেলা শেষেও শামিকে বল করতে দেখা গিয়েছিল। সে দিন তিনি অনুশীলন পিচে বল করেছিলেন। প্রায় ৪৫ মিনিট হাত ঘুরিয়েছিলেন শামি। ছোট এবং লম্বা দু’রকম রান-আপেই বল করেছিলেন।

গত বছর বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি শামি। এ বছর লন্ডনে অস্ত্রোপচার হয়েছে। আপাতত রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। অস্ট্রেলিয়া সিরিজ়ে শামিকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্নে রোহিত প্রথম টেস্টের আগে বলেছিলেন, “ও এক বছর কোনও ক্রিকেট খেলেনি। জোরে বোলারের পক্ষে এটা বেশ কঠিন। হঠাৎ করে ক্রিকেট খেলতে নামিয়ে দেওয়া যায় না। ওরা সেরা ফর্মে দেখতে চাই।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE