মিতালির সঙ্গে বৈঠক করে খুশি নড্ডাও। ফাইল ছবি।
খেলা ছাড়ার পর নতুন ইনিংস শুরু করতে পারেন মিতালি রাজ। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনা ছড়িয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডার সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক যদিও নিজে কিছু জানাননি।
গত ৮ জুন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি। দিন কয়েক আগে মহিলাদের আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেট প্রশাসনে আসার আগ্রহও রয়েছে তাঁর। শনিবার হায়দরাবাদের একটি হোটেলে তিনি দেখা করতে যান নড্ডার সঙ্গে। বিজেপি সভাপতির সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মিতালি। এর পরেই জল্পনা ছড়িয়েছে, ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার কি বিজেপিতে যোগ দিচ্ছেন?
মিতালি ঘনিষ্ঠ মহলে বলেছেন, নড্ডার সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু নড্ডার সঙ্গে দেখা করতে তিনি কেন গেলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
মিতালি নেটমাধ্যমে লিখেছেন, ‘সময় দেওয়ার জন্য নড্ডাজিকে ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে খুব খুশি হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য, পরামর্শ, অনুপ্রেরণায় সারাদেশের ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করার সুযোগ পাচ্ছে।’ অন্য দিকে নড্ডাও নেটমাধ্যমে মিতালির সঙ্গে সাক্ষাৎ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তেলঙ্গানা রাজ্য বিজেপি সূত্রে খবর, এর মধ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন মিতালি। তাঁদের অনুরোধেই নড্ডার সঙ্গে দেখা করেছেন তিনি। তেলঙ্গানার আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে পদ্ম শিবির। তেলঙ্গানা বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপি নেতারা। প্রার্থী করার জন্য নতুন এবং জনপ্রিয় মুখ খুঁজছেন।
Thank you so much Shri @JPNadda ji, Shri @N_RamchanderRao ji, Shri @kishanreddybjp ji, Shri @tarunchughbjp ji & Shri @drlaxmanbjp ji for this wonderful interaction. Thank you @pm_saiprasad. pic.twitter.com/jVW2FovTSP
— Mithali Raj (@M_Raj03) August 27, 2022
Had a great interaction with former Cricketer @M_Raj03. It was humbling to note her appreciation about the fillip that the sportspersons are getting under the leadership of Hon. PM Shri @narendramodi. She hailed the instrumental personal support & guidance provided by Hon Modi Ji pic.twitter.com/TyI58o29ZB
— Jagat Prakash Nadda (@JPNadda) August 27, 2022
A lovely exchange of ideas and thoughts! Thank you Shri @drlaxmanbjp ji for joining us. https://t.co/89RsKmjOIx
— Mithali Raj (@M_Raj03) August 27, 2022
তেলঙ্গানায় যথেষ্ট জনপ্রিয় হায়দরাবাদের বাসিন্দা মিতালি। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে পেলে লাভবান হতে পারে বিজেপি। তেলঙ্গানা বিজেপি সূত্রে খবর, নড্ডা-মিতালি বৈঠক ইতিবাচক হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy