আইপিএলের এখনও ঢের দেরি। তার আগে হঠাৎই চেন্নাইয়ে হাজির মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার বিকেলে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল চেন্নাই বিমানবন্দরে। সাদা টি-শার্ট এবং কালো মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করেছে তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
কী জন্যে ধোনি চেন্নাইয়ে গিয়েছেন, তা আনুষ্ঠানিক ভাবে কোথাও বলা হয়নি। তবে সূত্রের খবর, একটি বিজ্ঞাপনের শুটিং করতেই চেন্নাইয়ে গিয়েছেন ধোনি। সেই শুটিং সিএসকে-কে নিয়ে কি না, তা-ও জানা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ধোনি। সম্প্রতি একটি বিস্কুটের সংস্থার বিপণন নিয়ে ধোনির করা টুইটে জল্পনা ছড়িয়েছিল।
Touchdown Anbuden! Unexpected #ThalaDharisanam to make our day!
— Chennai Super Kings (@ChennaiIPL) October 7, 2022#WhistlePodu #Yellove
pic.twitter.com/pckvhqSnT8
আরও পড়ুন:
এর আগে বেশ কয়েক বার আইপিএলের আগে চেন্নাইয়ে দেখা গিয়েছে ধোনিকে। কখনও অনুশীলনে, কখনও নিলামের প্রস্তুতি নিতে গিয়েছেন। এ বার তাঁর যাওয়ার উপলক্ষ বিজ্ঞাপনের শুটিং বলেই মনে করা হচ্ছে। ধোনি নিজে সমাজমাধ্যমে একেবারেই সক্রিয় নন। ফলে সেখান থেকেও কোনও বার্তা পাননি ভক্তরা।
গত বছর আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। নতুন অধিনায়ক হয়েছিলেন জাডেজা। কিন্তু চেন্নাই খুবই খারাপ খেলতে মরসুমের মাঝপথেই সরিয়ে দেওয়া হয়েছিল জাডেজাকে। আবার নেতৃত্বে ফিরেছিলেন ধোনি। তবে সিএসকে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি।