রাসেলকে আউট করে উল্লাস ব্রাভোর। ছবি: টুইটার
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা থাকলে বেশির ভাগ সময়েই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) একই জিনিস দেখা গেল। প্রথম ম্যাচেই টেক্সাস সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হারল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টেক্সাসের ১৮১-৬ রানের জবাবে নাইটরা শেষ ১১২ রানে। প্রথম সারির সব ব্যাটার ব্যর্থ।
আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলার পর এমএলসি-তেও জ্বলে উঠলেন ডেভন কনওয়ে। ওপেন করতে নেমে ৫৫ রান করলেন। তবে রান পেলেন না ফাফ ডুপ্লেসি (০)। পরের দিকে ডেভিড মিলারের ৪২ বলে ৬১ রানের সুবাদে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮১ তোলে টেক্সাস। পরের দিকে নেমে ছয় বলে ১৬ রানের মারকুটে ইনিংস খেলেন ডোয়েন ব্রাভো। লস অ্যাঞ্জেলেসের আলি খান এবং লকি ফার্গুসন দু’টি করে উইকেট পান।
CONWAY RAISES HIS BAT!🏏
— Major League Cricket (@MLCricket) July 14, 2023
With a HUMONGOUS SIX over🐄corner, he scores the first HALF-CENTURY of #MLC2023...
But unfortunately, he's dismissed the next ball!
1⃣2⃣0⃣/3⃣ (13.3) pic.twitter.com/UvyMuyIu0s
জবাবে শুরু থেকেই উইকেট হারাতে লস অ্যাঞ্জেলেস। ২০ রানে চার উইকেট পড়ে যায় তাদের। এর পর জসকরণ মলহোত্র এবং আন্দ্রে রাসেল ধস আটকান। ১১ বলে ২২ করে আউট হন জসকরণ। রাসেল ৩৪ বলে ৫৫ করেন। অধিনায়ক সুনীল নারাইন (১৫) আবার ব্যর্থ। ১১২ রানেই গুটিয়ে যায় লস অ্যাঞ্জেলেসের ইনিংস। তিন ওভারে আট রানে চার উইকেট নেন টেক্সাসের মহম্মদ মহসিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy