চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলায় আপত্তি তুলেছেন অনেকে। ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে প্রশ্ন তোলা হচ্ছে। তবে এতে বিতর্কের কিছু দেখছেন না নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর মতে, কিউয়িরাও একই সুবিধা পেয়েছেন লাহোরে খেলে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাহোরে খেলেছে নিউ জ়িল্যান্ড। তার আগে ত্রিদেশীয় সিরিজ়ে দু’টি ম্যাচ খেলেছে একই মাঠে। ফলে লাহোরে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
উইলিয়ামসন বলেছেন, “ভারত বেশ কয়েকটা ম্যাচ খেলেছে দুবাইয়ে। তাই ওরা ফাইনালে কী ভাবে খেলতে চাইবে সে সম্পর্কে ধারণা রয়েছে আমাদের। আমরাও এখানে (লাহোর) বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। ওরাও আমাদের মতো সুবিধা পেয়েছে। এটা ক্রিকেটেরই অংশ। বিতর্কের কিছু নেই।”
উইলিয়ামসন আরও বলেছেন, “আমাদের ফোকাস রয়েছে পরের ম্যাচে। মাঠ, বিপক্ষ সব নিয়েই ভাবতে হবে। ওখানে এক বার খেলায় সেই অভিজ্ঞতাও রয়েছে আমাদের। দুটো জায়গার পরিবেশ আলাদা। এখানকার ইতিবাচক দিকগুলো নিয়েই দুবাই যেতে চাই। দু’-তিন দিনের মধ্যে তৈরি হতে হবে আমাদের।”
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলে দু’টি শতরান হয়ে গিয়েছে রাচিন রবীন্দ্রের। ফাইনালেও তাঁর ব্যাটে শতরান চান উইলিয়ামসন। বলেছেন, “রাচিন অসাধারণ প্রতিভা। ওর সঙ্গে ব্যাট করতে সব সময় ভাল লাগে। দলকে সবার আগে রাখে। ওর ক্ষমতা ঈশ্বরপ্রদত্ত। প্রচণ্ড আত্মবিশ্বাসী। কী করতে হবে সেটা পরিষ্কার জানে। বড় প্রতিযোগিতায় সব সময় আমাদের হয়ে ভাল খেলে।”
দুবাইয়ের মাঠে স্পিনারেরা সাহায্য পাচ্ছেন। ফলে শট খেলা কঠিন। তবে দুবাইয়ে আগে খেলায় তাঁদের সুবিধা হবে বলে মনে করেন উইলিয়ামসন। বলেছেন, “দুটো মাঠের পরিবেশ আলাদা মানছি। কিন্তু যে কোনও প্রতিযোগিতাতেই এ রকম কঠিন পরিবেশে খেলতে হয়। পরিস্থিতির বদল হবেই। ভারতের বিরুদ্ধে খেলা আমাদের কাছে সুবিধার। কারণ ওদের সঙ্গে আগেও খেলেছি একই মাঠে।”