হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।
এশিয়ান গেমসে আগে হবে মহিলাদের ক্রিকেট। তাই চিনের হ্যাংজুতে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজেরা। বৃহস্পতিবার প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবেন তাঁরা। তবে খবরে উঠে এসেছে অন্য একটি বিষয়। মঙ্গলবার রাতে তিন সতীর্থকে নিয়ে দীর্ঘ সময় গেমস ভিলেজের বাইরে কাটান হরমনপ্রীত।
আনুষ্ঠানিক ভাবে এশিয়ান গেমস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। যদিও ফুটবল, ভলিবল, ক্রিকেটের মতো কিছু প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বাকি খেলার ক্রীড়াবিদেরাও ধীরে ধীরে গেমস ভিলেজে পৌঁছাতে শুরু করেছেন। গেমস ভিলেজ এখনও জমজমাট নেই। অনুশীলন বা খেলা ছাড়া অবসর সময় কাটানো তাই কিছুটা কঠিন।
ভারতের মহিলা ক্রিকেটারের অবশ্য সময় কাটানোর উপায় বের করে ফেলেছেন। অবসর সময় ভারতের কোনও খেলা থাকলে তাঁরা চলে যাচ্ছেন মাঠে। যেমন মঙ্গলবার হরমনপ্রীত, মন্ধানা, জেমাইমা এবং দেবিকা বৈদ্য গিয়েছিলেন ভারত-চিন ফুটবল ম্যাচ দেখতে। গ্যালারিতে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সুনীল ছেত্রীদের জন্য গলা ফাটান চার জন। চিনা সমর্থক ভর্তি স্টেডিয়ামে বসে ভারতীয় ফুটবল দলকে উৎসাহিত করেছেন তাঁরা। সেই ছবি সমাজমাধ্যমে দিয়েছেন মন্ধানা। চিনের কাছে সুনীলের দল ১-৫ গোলে হারলেও ফুটবল নিয়ে মহিলা ক্রিকেটারদের উৎসাহ নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের।
সুনীলদের ম্যাচ ছিল স্থানীয় সময় অনুযায়ী রাত ১০টায়। তবু সতীর্থদের নিয়ে মাঠে যান হরমনপ্রীত। বুধবার খেলা না থাকায় সমস্যা হয়নি। ভারতীয় মহিলা ক্রিকেট দল বৃহস্পতিবার সরাসরি নামবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy