Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Smriti Mandhana

দল হারলেও বিশ্বরেকর্ড মন্ধানার, মহিলাদের ক্রিকেটে কী নজির গড়লেন ভারতের ব্যাটার

ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ভারত। দল হারলেও বিশ্বরেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান করেছেন তিনি।

cricket

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫
Share: Save:

সিরিজ় জেতার সুযোগ ছিল ভারতের মহিলা দলের কাছে। কিন্তু হয়নি। ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ভারত। দল হারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান করেছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন মন্ধানা। ৪১ বলে ৬২ রান করেছেন তিনি। এটি মন্ধানার ২৯তম অর্ধশতরান। টি-টোয়েন্টিতে এত বেশি অর্ধশতরান আর কারও নেই। এর আগে নিউ জ়িল্যান্ডের সুজ়ি বেটসের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন মন্ধানা। দু’জনেরই ২৮টি অর্ধশতরান ছিল। বেটসকে টপকে গিয়েছেন মন্ধানা। ১৪৭তম টি-টোয়েন্টিতে এই কীর্তি করেছেন তিনি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের স্তেফানি টেলর ২২টি ও নিউ জ়িল্যান্ডের সোফি ডিভাইন ২১টি অর্ধশতরান করে তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

হরমনপ্রীত কউরের চোট থাকায় দ্বিতীয় ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন মন্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ভারত। ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। তাদের হয়ে ৪৭ বলে ৮৫ রান করেন হেইলি ম্যাথুজ়। ৯ উইকেটে হারে ভারত।

অন্য বিষয়গুলি:

Smriti Mandhana Team India Women world record
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy