যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছিলেন তাঁরা। মুম্বইয়ে বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল চহলদের। সেখানেই তাঁদের হাতে বিবাহবিচ্ছেদ হয়। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানা গিয়েছে।
এবিপি নিউজ় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে গিয়ে ৪৫ মিনিটের শুনানি হয়। সেখানেই চহল এবং ধনশ্রী জানান যে, তাঁরা বিবাহবিচ্ছেদ চাইছেন। গত ১৮ মাস ধরে আলাদা থাকছেন বলেও জানিয়েছেন চহল এবং ধনশ্রী। বোঝাপড়ার অভাবের কারণে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার বিকেলে আদালত জানিয়ে দেয় এখন থেকে আর চহল এবং ধনশ্রী স্বামী-স্ত্রী নন।
বেশ কিছু দিন ধরেই চহলদের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। আদালতে হাজিরা দিলেই বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাঁরা ইতিমধ্যেই আলাদা থাকেন। সমাজমাধ্যম থেকেও নিজেদের একসঙ্গে তোলা ছবি সরিয়ে দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে একে অপরকে আর ফলো করেন না চহল এবং ধনশ্রী।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ইন্সটাগ্রামে চহল লেখেন, “ঈশ্বর আমাকে কত বার রক্ষা করেছেন তা আমি গুণে শেষ করতে পারব না। আমি শুধু ভাবি, অজান্তে কত বার ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সবসময় সহায় হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।” পোস্ট করেছেন ধনশ্রীও। তিনি লেখেন, “চাপ মুক্তি। ঈশ্বর আমাদের চিন্তাকে কেমন আশীর্বাদে বদলে দেন। কী অদ্ভুত না? তুমি নয় চিন্তা করবে, নয় তো ঈশ্বরের উপর সব ছেড়ে দেবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তিনি সব ঠিক করে দেন।”
২০২৪ সালের ৫ ডিসেম্বর শেষ বার খেলেছেন চহল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার হয়ে খেলেছেন তিনি। সামনে আইপিএল। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে ১৮ কোটি টাকায় চহলকে কিনেছে পঞ্জাব কিংস। অর্থাৎ, আইপিএলে ধারাবাহিক ভাবে খেলার সুযোগ পাবেন তিনি।