Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Smriti Mandhana

আইসিসি-র ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে স্মৃতি, শীর্ষে কে?

এক দিনের ক্রমতালিকায় এক ধাপ উপরে উঠলেন স্মৃতি মন্ধানা। টি-টোয়েন্টিতে ধরে রেখেছেন চতুর্থ স্থান। মেয়েদের এক দিনের ক্রিকেটে শীর্ষে ইংল্যান্ডের ন্যাটালি সিভার-ব্রান্ট।

Smriti Mandhana

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৬:১৭
Share: Save:

আইসিসি-র ক্রমতালিকায় তৃতীয় স্থানে স্মৃতি মন্ধানা। এক দিনের ক্রমতালিকায় এক ধাপ উপরে উঠলেন তিনি। টি-টোয়েন্টিতে ধরে রেখেছেন চতুর্থ স্থান। মেয়েদের এক দিনের ক্রিকেটে শীর্ষে ইংল্যান্ডের ন্যাটালি সিভার-ব্রান্ট।

শ্রীলঙ্কার চামারি আতাপত্তুকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন স্মৃতি। শীর্ষে থাকা ব্রান্টের থেকে ৪৫ পয়েন্ট পিছিয়ে তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্থ। চতুর্থ স্থানে থাকা আতাপত্তুর থেকে স্মৃতি এগিয়ে ১১ পয়েন্টে। প্রথম দশে স্মৃতি ছাড়াও রয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার তিন জন রয়েছেন প্রথম দশে। বেথ মুনি, এলিস পেরি এবং এলিসা হিলি রয়েছেন যথাক্রমে পঞ্চম , ষষ্ঠ এবং অষ্টম স্থানে। প্রথমে দশে দক্ষিণ আফ্রিকার লরা ছাড়াও রয়েছেন মারিজান কাপ। তিনি রয়েছেন সপ্তম স্থানে। দশম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের হেলি ম্যাথুজ়।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। দ্বিতীয় স্থানে সে দেশের তাহলিয়া ম্যাকগ্রা। ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাথুজ় রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন স্মৃতি। শীর্ষে থাকা মুনির থেকে ২৬ পয়েন্টে পিছিয়ে তিনি। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার লরা। স্মৃতি ছাড়া ভারতের আর কেউ টি-টোয়েন্টির ক্রমতালিকায় প্রথম দশে নেই। তবে একাদশতম স্থানে রয়েছেন ভারতের শেফালি বর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smriti Mandhana ICC T20 Cricket Team India Women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE