Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Ishan Kishan

দলীপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঈশান, তাঁর জায়গায় খেলতে পারেন কে?

ঝাড়খণ্ডের উইকেটরক্ষকের চোট রয়েছে বলে জানা গিয়েছে। বুচিবাবু ট্রফিতে খেলছিলেন ঈশান। সেখানে তাঁর চোট লাগে। ঈশানের জায়গায় দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।

Ishan Kishan

ঈশান কিশন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৯
Share: Save:

দলীপ ট্রফি শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম ম্যাচে অনিশ্চিত ঈশান কিশন। ঝাড়খণ্ডের উইকেটরক্ষকের চোট রয়েছে বলে জানা গিয়েছে। বুচিবাবু ট্রফিতে খেলছিলেন ঈশান। সেখানে তাঁর চোট লাগে। ঈশানের জায়গায় দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।

চেন্নাইয়ে বুচিবাবু প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন ঈশান। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দলীপ ট্রফিতে শুরুর দিকে খেলতে পারবেন না তিনি। পরের দিকে খেলবেন কি না তা স্পষ্ট নয়। সঞ্জুকে দলীপ ট্রফির কোনও দলেই রাখা হয়নি। তবে ঈশানের বদলে তাঁকে দলে নেওয়া হতে পারে। তরুণ উইকেটরক্ষক ছিলেন টিম ডি-তে। সেই দলের অধিনায়ক শ্রেয়স আয়ার।

টিম ডি-র প্রথম ম্যাচ টিম সি-র বিরুদ্ধে। টিম সি-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শ্রেয়সদের দ্বিতীয় ম্যাচ টিম এ-র বিরুদ্ধে অনন্তপুরে। সেই ম্যাচ শুরু ১২ সেপ্টেম্বর থেকে। ঈশান সেই ম্যাচে দলে ফিরবেন কি না তা এখনও জানা যায়নি।

বুচিবাবু প্রতিযোগিতায় ঈশান দু’টি ম্যাচ খেলেন। প্রথম ম্যাচে শতরান করেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৪১ রানে। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দু’ইনিংস মিলিয়ে ৬ রানের বেশি করতে পারেননি।

গত মরসুমে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য শাস্তি পেয়েছিলেন ঈশান। তাঁকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এই মরসুমের শুরুতেই বুচিবাবু প্রতিযোগিতায় খেলেন তিনি। কিন্তু দলীপ ট্রফি শুরুর আগেই ধাক্কা খেলেন ঈশান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE