Advertisement
০৩ নভেম্বর ২০২৪
KL Rahul

Team India: মন্থর বোলিং, তৃতীয় এক দিনের ম্যাচে মোটা জরিমানা রাহুলদের

দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। খুইয়েছে সিরিজও। এ বার শাস্তিও পেল ভারত।

রাহুলদের জরিমানা।

রাহুলদের জরিমানা। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৬:৩২
Share: Save:

দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় এক দিনের ম্যাচে হেরেছে ভারত। খুইয়েছে সিরিজও। এ বার শাস্তিও পেল ভারত। মন্থর বোলিংয়ের জন্য মোটা জরিমানা করা হল ভারতীয় দলকে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি-র এক বিবৃতিতে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আইসিসি-র নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ে সম্পূর্ণ ওভার শেষ করতেই হবে। না হলে, নির্ধারিত সময়ের পর যতগুলি ওভার বাকি থাকবে, প্রতিটির জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হবে। রবিবার ভারতীয় বোলাররা নির্ধারিত সময়ে দু’ওভার কম বল করেছিলেন।

ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে এর কোনও শুনানি হবে না। রবিবার প্রথমে ব্যাট করে ২৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে চার রান দূরেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এক দিনের সিরিজে চুনকাম হয়েছে ভারত।

অন্য বিষয়গুলি:

KL Rahul BCCI Fine India vs South Africa 2021-22
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE