Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
BCCI

India vs South Africa 2021-22: শেষরক্ষা হল না, শেষ ম্যাচে ৪ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হল ভারত

শেষ রক্ষা হল না। এক দিনের সিরিজের শেষ ম্যাচেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল ভারত। এক দিনের সিরিজে হেরে গেল ০-৩ ব্যবধানে।

সিরিজ নিয়ে গেল প্রোটিয়ারাই।

সিরিজ নিয়ে গেল প্রোটিয়ারাই। ছবি রয়টার্স

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২২:২১
Share: Save:

শেষ রক্ষা হল না। এক দিনের সিরিজের শেষ ম্যাচেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল ভারত। এক দিনের সিরিজে হেরে গেল ০-৩ ব্যবধানে। গত বারের সফরে টেস্ট সিরিজ হারার পর এক দিনের সিরিজে দাপট দেখিয়েছিল ভারত। কিন্তু এ বার এক দিনের সিরিজে কেএল রাহুলের দল কার্যত আত্মসমর্পণ করল। প্রথমে ব্যাট করেই হোক বা রান তাড়া করে, কোনও ব্যাপারেই তারা সফল হল না। শেষ ম্যাচে দীপক চাহারের দুরন্ত পারফরম্যান্সও কাজে লাগল না।

নিয়মরক্ষার ম্যাচে স্বাভাবিক ভাবেই দলে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছিল ভারত। রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, বেঙ্কটেশ আয়ার এবং ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দলে এসেছিলেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

রবিবার ভারত শুরুটা ভালই করেছিল। আগের ম্যাচে প্রায় শতরানের দোরগোড়ায় পৌঁছে যাওয়া জানেমন মালানকে ১ রানে ফিরিয়ে দেন দীপক। তেম্বা বাভুমা রান আউট হয়ে যান ৮ রানে। এমনকি দক্ষিণ আফ্রিকার বড় ভরসা এডেন মার্করামও বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু কুইন্টন ডি’কক যতক্ষণ ক্রিজে থাকেন, ততক্ষণ দক্ষিণ আফ্রিকা চিন্তা করে না। রবিবারও সেটাই দেখা গেল। এই সিরিজের শুরু থেকে ভাল খেলে আসা রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি গড়লেন তিনি। ওখানেই দক্ষিণ আফ্রিকার বড় রানের ভিত তৈরি হয়ে গেল। পরপর দুই ওভারে ডি’কক এবং ডুসেন ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে লড়াকু স্কোরে পৌঁছে দিলেন ডেভিড মিলার (৩৯) এবং ডোয়েন প্রিটোরিয়াস (২০)। ২৮৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা।

২৮৭ রান এই উইকেটে খুব একটা খারাপ স্কোর নয়। এর আগে একদিনের ক্রিকেটে ২৮৮ রান তাড়া করে এই মাঠে কোনও দল জেতেনি। তার উপর ইনিংসের শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও লম্বা জুটি গড়ে পতন বাঁচান শিখর ধবন এবং বিরাট কোহলী। দ্বিতীয় উইকেটে ৯৮ রান যোগ করেন তাঁরা। ৬১ রানে ধবন ফেরার পর সেই ওভারেই ফিরে যান ঋষভ পন্থ। দ্রুত দুটো উইকেট হারানোর পর ধরে খেলছিলেন কোহলী। যথেষ্ট ছন্দে দেখাচ্ছিল তাঁকে। কিন্তু তিন অঙ্কের রান এই ম্যাচেও এল না। ৬৫ রানে ফিরে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

মিডল অর্ডার পোক্ত করার জন্য এই ম্যাচে আনা হয়েছিল সূর্যকুমার যাদবকে। শ্রেয়স আইয়ার ছিলেনই। কিন্তু টানা তৃতীয় ম্যাচেও ভারতের মাঝের সারির ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। শ্রেয়স এবং সূর্যকুমার দু’জনেই শুরুটা ভাল করেও অহেতুক ভুল শট খেলে উইকেট হারালেন। ভারতের শেষ ভরসা ছিলেন জয়ন্ত। তিনিও ভুল শট খেলে আউট।

মনে করা হচ্ছিল সেখানেই ম্যাচ শেষ। কিন্তু ম্যাচ যে শেষ ওভার পর্যন্ত গড়াল, তার পিছনে রয়েছে চাহারের ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স। আইপিএল-এ আগে তাঁর ব্যাটের ঝলকানি দেখা গিয়েছে। রবিবার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করলেন। মাঝের সারির ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে উইকেটে পড়ে থেকে, অহেতুক কোনও ভুল শট না খেলে প্রোটিয়া বোলারদের সামলালেন। একটি ভুল শট খেললেন, তাতে উইকেট খোয়াতে হল। ভারতের আশাও ওই একটি শটেই শেষ।

অন্য বিষয়গুলি:

BCCI KL Rahul Virat Kohli shikhar dhawan India vs South Africa 2021-22
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy