রেকর্ড দর্শক ভারত-পাকিস্তান ম্যাচে। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় সমর্থকদের কাছে এখন অতীত। গ্রুপ পর্ব থেকে ভারতের বিদায় এখনও অনেকে মন থেকে মানতে পারেননি। তবে প্রতিযোগিতা শুরুর আগে আগ্রহ ছিল তুঙ্গে। ভারত বনাম পাকিস্তান ম্যাচই ছিল তার কেন্দ্রে। সেই ম্যাচই এ বার নাম লেখাল ইতিহাসের পাতায়।
সম্প্রচারকারীদের তরফে পাওয়া তথ্যে জানা গিয়েছে, টিভিতে এই ম্যাচ রেকর্ড ১৬.৭ কোটি দর্শক দেখেছেন। আগে কোনও টি-টোয়েন্টি ম্যাচ এত দর্শক দেখেননি। সব মিলিয়ে ১৫৯০ কোটি মিনিট এই ম্যাচ দেখেছেন দর্শকরা। এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল ম্যাচ দেখেছিলেন সব থেকে বেশি দর্শক। সেই রেকর্ড ভেঙে গিয়েছে এ বার।
India vs Pakistan match in the ICC Men's T20 World Cup 2021 is the most viewed T20I match in history 167M views. @TheRealPCB#IndVsPak #Cricketpic.twitter.com/m4LrXROSsy
— Javed (@jjpak007) November 25, 2021
বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও মানুষের আগ্রহ সে ভাবে কমেনি। গোটা প্রতিযোগিতা মিলিয়ে ১১২০০ কোটি মিনিট খেলা দেখেছেন দর্শকরা। দর্শকদের বিচারে তরুণ প্রজন্ম (১৫ বছর বা তার নীচে) বেশি এগিয়ে ছিল। আগের থেকে ১৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বয়সী দর্শকদের সংখ্যা।
শুধু দেশেই নয়, ব্রিটেনেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছিল তীব্র উৎসাহ। আগের থেকে দর্শক সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইসিসি-রও অনেক লাভ হয়েছে এই বিশ্বকাপ থেকে। নেটমাধ্যমে তাঁদের ভিডিয়ো দেখা হয়েছে ৪৩০ কোটি বার। গত বারের থেকে যা ৭০ কোটি বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy