কুম্বলেকে টপকে নতুন নজির অশ্বিনের। ছবি: টুইটার।
অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাওস্কর সিরিজ়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির ছিল ভারতীয় দলের প্রাক্তন কোচের। তাঁকে টপকে ভারতীয়দের মধ্যে শীর্ষে উঠে এলেন অশ্বিন। দু’দেশ মিলিয়ে তিনি রয়েছেন যুগ্ম শীর্ষে।
আমদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। এই ৬ উইকেট নিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে অশ্বিনের মোট উইকেট হল ১১৩টি। কুম্বলের রয়েছে ১১১টি উইকেট। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিজ্ঞ অফ স্পিনার। ভারতীয় বোলারদের মধ্যে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে।
ভারত এবং অস্ট্রেলিয়া দু’দল মিলিয়েও যুগ্ম শীর্ষে চলে এলেন অশ্বিন। ইনদওরে কুম্বলেকে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুক্রবার পর্যন্ত তাঁরও মোট উইকেট সংখ্যা ১১৩। ফলে দু’দলের দুই স্পিনারের মধ্যে জমে উঠেছে প্রতিযোগিতা। চলতি সিরিজ়ের শেষে কে শীর্ষে থাকবেন, তা ঠিক হয়ে যাবে আমদাবাদ টেস্টের পর।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে স্টিভ স্মিথের দল প্রথম ইনিংসে করেছে ৪৮০ রান। অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন উসমান খোয়াজা। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮০ রানের ইনিংস। সফরকারীদের বড় রানের ইনিংসের পিছনে অবদান করেছে ক্যামেরন গ্রিনেরও। প্রথম টেস্ট শতরান করেছেন গ্রিন। তাঁর অবদান ১১৪। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের জুটিতে উঠেছে ২০৮ রান। শুক্রবার প্রথম দু’ঘণ্টায় অস্ট্রেলিয়ার কোনও উইকেট ফেলতে পারেনি ভারতীয় দল। মধ্যাহ্নভোজের বিরতির পর গ্রিনকে আউট করে অশ্বিনই ভাঙেন তাঁদের জুটি। তার পর একে একে আউট করেছেন অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, লায়ন এবং টড মারফিকে। বৃহস্পতিবার অশ্বিন আউট করেছিলেন ট্রাভিস হেডকে। অশ্বিনের দাপটেই ৪ উইকেটে ৩৭৮ রান থেকে ৪৮০ রানে শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সমাজমাধ্যমে সৌরভ লিখেছেন, ‘‘ভাল পিচে অশ্বিন দারুণ বল করেছে। ওর বোলিং দেখে খুব ভাল লাগল। মান সব সময় বোঝা যায়। আশা করছি দারুণ একটা টেস্ট ম্যাচ দেখব আমরা। এই সিরিজ়ে কয়েকটা কঠিন উইকেটে ব্যাট করার পর ভারতীয় ব্যাটারদের সামনেও ভাল সুযোগ রয়েছে।’’ উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে এই নিয়ে ৩২ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।
Great to see ashwin bowl so well on a good pitch .. class will always show .. hopefully this will be a good test match .. good opportunity for indian batsman after some tuff wickets to bat on ,in this series .. @bcci @ashwinravi99
— Sourav Ganguly (@SGanguly99) March 10, 2023
বর্ডার-গাওস্কর সিরিজ়ে সর্বোচ্চ উইকেট শিকারির আসন থেকে শনিবারই সরে যেতে হতে পারে অশ্বিনকে। লায়ন ভারতের বিরুদ্ধে আর একটি উইকেট পেলেই আবার একক ভাবে শীর্ষে উঠে আসবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy