শতরানের পর বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করল ১৩ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর শতরান বেসরকারি টেস্টে লড়াইয়ে রাখল ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে। প্রথম ইনিংসে অস্ট্রেলীয়দের ২৯৩ রানের জবাবে ভারতের তরুণ দল করে ২৯৬ রান। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ১১০। তারা এগিয়ে রয়েছে ১০৭ রানে।
ওপেন করতে নেমে শতরানের ইনিংস খেলল বৈভব। তার ৬২ বলে ১০৪ রানের ইনিংসে রয়েছে ১৪টি চার এবং ৪টি ছক্কা। লাল বলের ক্রিকেটে আগ্রাসী মেজাজে ব্যাট করল বৈভব। সোমবার কানপুরে রোহিত শর্মাদের যে মেজাজে দেখা গিয়েছিল মঙ্গলবার চেন্নাইয়ে সে ভাবেই দলের ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছে বৈভব। দাদাদের দেখেই হয়তো শুরু থেকেই চালিয়ে খেলার পরিকল্পনা করে বিহারের কিশোর। অনূর্ধ্ব ১৯ পর্যায়ের টেস্টে এটাই ভারতের দ্রুততম শতরান। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে মইন আলির। ২০০৫ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ৫৬ বলে শতরান করেছিলেন মইন।
১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি অভিষেক হয়েছিল বৈভবের। এর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলের হয়ে ভাল পারফরম্যান্স করেছিল সে। ভাল খেলেছিল বিনু মাঁকড় ট্রফিতেও। ৯ বছর বয়সে বাবার কাছে ক্রিকেট শেখা শুরু বৈভবের। ২২ গজে তাকে সঙ্গ দেয় পঞ্জাবের কিশোর ব্যাটার বিহান মলহোত্র। বৈভবের ওপেনিং সঙ্গীর ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৭৬ রানের ইনিংস। ১৩টি চার এবং ১টি ছক্কা মেরেছে বিহান। তাদের প্রথম উইকেটের জুটিতে ওঠে ১৩৩ রান।
ভাল শুরু করলেও ভারতের অনূর্ধ্ব ১৯ দল অবশ্য প্রত্যাশা মতো বড় ইনিংস গড়তে পারল না। অন্য ব্যাটারেরা তেমন রান পেলেন না। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সোহম পটবর্ধন করলেন ৩৩ রান। উইকেটরক্ষক-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুর ব্যাট থেকে এল ৩২ রানের ইনিংস। ৩ রান বেশি করে শেষ হয়ে যায় আয়োজকদের ইনিংস।
দ্বিতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল অবশ্য খুব ভাল জায়গায় নেই। ওপেনার রিলে কিংসেল (৪৮) এবং অলিভার পিক (৩২) ছাড়া বাকিরা ২২ গজে দাঁড়াতে পারলেন না। ম্যাচের এখনও দু’দিন বাকি। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের জয়ের সম্ভাবনা থাকছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy