Advertisement
০৫ অক্টোবর ২০২৪
ICC Womens T20 World Cup 2024

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ছক ভারতের, আগের ম্যাচে হার ভুলতে চান জেমাইমারা

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ়রা।

cricket

জয়ে ফেরার শপথ। পাকিস্তানের বিরুদ্ধে জিততে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ২০:৩২
Share: Save:

শুরুটা ভাল হয়নি ভারতের। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ৫৮ রানে হেরেছে তারা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ়রা।

নিউ জ়িল্যান্ডের কাছে হার ভুলতে চায় ভারত। তাদের লক্ষ্যে পাকিস্তানকে হারানো। বিশ্বকাপে বরাবরই এই দুই দলের ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। মহিলাদের বিশ্বকাপে পরিসংখ্যান ভারতের ভাল। সেই ধারা বজায় রাখতে চায় তারা। ম্যাচের আগে জেমাইমা বলেন, “এটা বিশ্বকাপ। তাই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে যা হয়েছে তা আমরা ভুলে যেতে চাই। আমাদের সামনের দিকে তাকাতে হবে। একটা ম্যাচে আটকে থাকলে চলবে না। আমাদের দেখাতে হবে যে আমরা কত ভাল দল। পাকিস্তানকে হারানোর ছক কষছি।”

নিউ জ়িল্যান্ডের কাছে হার তাঁদের চাপে ফেলতে পারেনি বলেই জানিয়েছেন জেমাইমা। তাঁর মতে, অতীতেও এই পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁদের। আরও এক বার তাঁরা ফিরবেন। ভারতীয় ক্রিকেটার বলেন, “আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। প্রতিটা ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে দেখছি। আপাতত লক্ষ্য পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রবিবার জিততে পারলেই চাপ কমে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব। তা হলেই জিতব।”

দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য জেমাইমা। দলের মিডল অর্ডারকে সামলানোর দায়িত্ব তাঁর। তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং, বোলিং কিছুই ভাল হয়নি। তাই অনেক জায়গায় উন্নতি করতে হবে। রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে খেলা। টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে হটস্টার অ্যাপে দেখা যাবে খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE