Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Women’s T20 World Cup 2024

রেকর্ড পুরস্কার মূল্য মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন হরমনপ্রীতেরা?

মহিলাদের ক্রিকেটকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক ধাক্কা দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল।

picture of Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১০
Share: Save:

মহিলাদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্য ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালের বিশ্বকাপের দ্বিগুণের বেশি পুরস্কার মূল্য দেওয়া হবে এ বার। মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার (প্রায় ৬৬ কোটি ৬৬ লাখ টাকা) পুরস্কার হিসাবে দেবে আইসিসি।

মহিলাদের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। চ্যাম্পিয়ন দল ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসাবে পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। রানার্স দলও এ বার ১৩৪ শতাংশ বেশি পুরস্কার মূল্য পাবে। এ বার ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা।

শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দু’দল আগের বারের তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। দু’দলকেই দেওয়া হবে ৬ লাখ ৭৫ হাজার ডলার বা প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলি পুরস্কার হিসাবে পাবে ২ লাখ ৭০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা করে। নবম এবং দশম স্থানে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা করে।

গ্রুপ পর্বের ম্যাচে জয়ের জন্য গত বারের থেকে এ বার ৭৮ শতাংশ বেশি টাকা পাবে দলগুলি। গত বার গ্রুপ ম্যাচে জয়ী দলগুলিকে দেওয়া হয়েছিল ১৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ১৪ লাখ ৬৬ হাজার টাকা। এ বার দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার বা প্রায় ২৬ লাখ টাকা।

এ ছাড়াও থাকছে আর্থিক পুরস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯৪ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই এই অর্থ দেবে আইসিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Prize Money Harmanpreet Kaur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE