পরিবর্ত ফিল্ডার হিসাবে খেলতে নেমে চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপ্স। নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারের সেই চোট পুরো আইপিএল থেকেই ছিটকে দিল তাঁকে। গুজরাত টাইটান্স ফিলিপ্সকে ছেড়ে দলে নিল শ্রীলঙ্কার দাসুন শনাকাকে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুভমনের গুজরাতের। সোমবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলবে তারা। তার আগে নতুন ক্রিকেটারকে দলে নিতে বাধ্য হল গুজরাত।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমে কুঁচকিতে চোট পেয়েছিলেন ফিলিপ্স। যে চোটের কারণে পুরো আইপিএল থেকেই বাদ পড়লেন কিউয়ি ক্রিকেটার। গুজরাতের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি ফিলিপ্সের।

হায়দরাবাদ ম্যাচে পঞ্চম ওভারে পরিবর্ত ফিল্ডার হিসাবে নেমেছিলেন ফিলিপ্স। কয়েক মিনিটের মধ্যেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রসিদ্ধ কৃষ্ণ তখন বল করছিলেন। তাঁর ওভারের চতুর্থ বলটি ধরে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন ফিলিপ্স। সেই ফাঁকে ঈশান কিশন এবং নীতীশ রেড্ডি একটি রান দেন। বল ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুঁচকি চেপে ধরে বসে পড়েন ফিলিপস। দেখেই মনে হচ্ছিল তাঁর কুঁচকিতে টান ধরেছে। সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে পরের বলেই মাঠ ছেড়ে বেরিয়ে যান।
আরও পড়ুন:
ফিলিপ্সের জায়গায় ৭৫ লক্ষ টাকায় শনাকাকে দলে নিয়েছে গুজরাত। ৩৩ বছরের এই অলরাউন্ডার ২০২৩ সালে গুজরাত দলে ছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন শনাকা। করেছেন ২৬ রান।
আইপিএলে তেমন খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কার হয়ে খেলেছেন শনাকা। দলকে নেতৃত্বও দিয়েছেন। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪৪৪৯ রান করেছেন শনাকা। নিয়েছেন ৯১টি উইকেট।
আইপিএলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। ৬ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে গুজরাত। জিতলে এক নম্বরে উঠে আসার সুযোগ পাবে তারা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ