আরও এক বার শতরানের কাছে এসেও আউট শুভমন গিল। এর আগেও ৯০ রানের ঘরে আউট হয়েছেন তিনি। আইপিএলে ৯০ রানের ঘরে আউট হওয়ার রেকর্ড রয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের। পিছিয়ে নেই শুভমন, বিরাট কোহলিরাও।
আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০ রানের ঘরে আউট হয়েছেন রুতুরাজ। তিন বার শতরান হাতছাড়া হয়েছে তাঁর। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি এবং লোকেশ রাহুল। তাঁরা দু’জনেই দু’বার করে ৯০ রানের ঘরে আউট হয়েছিলেন। সেই তালিকায় এ বার নাম লেখালেন শুভমনও।
আরও পড়ুন:
বিদেশিদের মধ্যে তিন বার ৯০ রান করে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’বার ৯০ রানের ঘরে আউট হয়েছিলেন ক্রিস গেল এবং ফ্যাফ ডু’প্লেসি।
২০২২ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯৬ রানে আউট হয়েছিলেন শুভমন। সোমবার কলকাতার বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রান করে আউট হয়ে যান তিনি। এই মরসুমে আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার করেছেন শুভমন। ৮ ম্যাচে ৩০৫ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৩.২৬। সোমবার তাঁর ব্যাটে ভর করে ১৯৮ রান তোলে গুজরাত। জবাবে কলকাতা শেষ হয়ে যায় ১৪৯ রানে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ