বেঙ্গালুরুর রাস্তায় দুর্ঘটনার কবলে রাহুল দ্রাবিড়। তাঁর গাড়িতর পিছনে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। ভারতীয় দলের প্রাক্তন কোচের গুরুতর আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি। ক্ষুব্ধ দ্রাবিড়কে সেই গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়াতেও দেখা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কানিংহ্যাম রোডে। দ্রাবিড় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটি পণ্যবাহী গাড়ি তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে। তাতে দ্রাবিড়ের গাড়ির পিছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় দলের প্রাক্তন কোচের অবশ্য কোনও চোট লাগেনি। দুর্ঘটনার পরই গাড়ি থেকে বেরিয়ে আসেন দ্রাবিড়। প্রিয় গাড়ির ক্ষতি হওয়ায় তাঁকে বেশ বিরক্ত দেখিয়েছে। পণ্যবাহী গাড়ির চালকের সঙ্গে দ্রাবিড়কে বচসায় জড়াতেও দেখা গিয়েছে। যদিও কেউই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ঘটনাস্থলের কাছে থাকা এক পুলিশ কর্মী বলেছেন, ‘‘কোনও গাড়ির গতিই বেশি ছিল না। খুবই ছোট ঘটনা। কারও কোনও চোট লাগেনি। আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেননি।’’ ঘটনাস্থল ছাড়ার আগে পণ্যবাহী গাড়ির চালকের ফোন নম্বর এবং গাড়িটির নম্বর দ্রাবিড় নিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন:
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দ্রাবিড় এখন আইপিএল দল রাজস্থান রয়্যালসের কোচ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।