গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর দলে কারও জায়গা পাকা নয়। এমনকি, প্রথম একাদশে কে কত নম্বরে ব্যাট করবেন তা-ও নিশ্চিত নয়। পরিস্থিতি অনুযায়ী তা বদলাবে। ম্যাচেও সেটা দেখা যায়। গম্ভীরের এই কোচিং পদ্ধতির সমালোচনা করেছেন জাহির খান ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। জাহিরের মতে, গম্ভীরের জন্যই অনিশ্চয়তায় ভুগছেন ক্রিকেটারেরা। শ্রীকান্ত আবার লোকেশ রাহুলের খারাপ ফর্মের জন্য গম্ভীরকেই দায়ী করেছেন।
জাহিরের মতে, দলের ব্যাটিং অর্ডারে বার বার বদল করতে গিয়ে সমস্যা বাড়াচ্ছেন গম্ভীর। তিনি বলেন, “ও বলেছে, ওর দলে যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। দুই ওপেনার নির্দিষ্ট। কিন্তু বাকিদের ব্যাটিং অর্ডার নয়। এই পদ্ধতিতে খেলাতে গেলে কিছু নিয়ম মানতে হয়। ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া খুব জরুরি। সেটা কি হচ্ছে?”
ভারতের খেলা দেখে জাহিরের মনে হয়েছে, ক্রিকেটারেরা কোচের পদ্ধতি ঠিক বুঝতে পারছেন না। তিনি বলেন, “এটা করতে গিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অনেকেই নিজের জায়গা নিয়ে বেশি চাপে পড়ছে। এই পরিস্থিতি কেউ চায় না। এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।”
জাহির জানেন, সব কোচের পরিকল্পনা আলাদা। যখন যিনি দায়িত্বে থাকেন, তখন তিনি নিজের মতো করে খেলান। তাই সমালোচনা করলেও গম্ভীরের পরিকল্পনা অনুযায়ীই যে দলকে খেলতে হবে তা জানেন তিনি। জাহির বলেন, “প্রত্যেকের পরিকল্পনা আলাদা। রাহুল দ্রাবিড় যে ভাবে দলকে খেলাত, গম্ভীর তা করবে না। কোচের সমালোচনা হতে পারে। কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী দলকে খেলতে হবে। আশা করছি, ক্রিকেটারেরা গম্ভীরের পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী খেলবে।”
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতের মিডল অর্ডারে শ্রেয়স আয়ার ও অক্ষর পটেল রান পেলেও রান পাননি রাহুল। দু’টি ম্যাচেই তাড়াতাড়ি আউট হয়েছেন তিনি। দু’টি ম্যাচে নিজের স্বাভাবিক ব্যাটিং অর্ডারের থেকে নীচে নেমেছেন রাহুল। তাতেই তাঁর সমস্যা হচ্ছে বলে মনে করেন শ্রীকান্ত। তিনি বলেন, “শ্রেয়স ও অক্ষর রান পাচ্ছে দেখে ভাল লাগছে। কিন্তু রাহুলকে দেখে খারাপ লাগছে। পাঁচ নম্বরে ওর রেকর্ড কত ভাল। গম্ভীর, তুমি কী করছ? এক-দুটো ম্যাচে ব্যাটিং অর্ডার বদল ঠিক আছে। কিন্তু প্রতিটা ম্যাচে তা করা যায় না। রাহুল তো বল খেলারই সুযোগ পাচ্ছে না। এতে ওর আত্মবিশ্বাস কমছে। তাতে ভারতেরই ক্ষতি।”
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ভাল ফল করেছে ভারত। টি-টোয়েন্টির পর এক দিনের সিরিজ়ও জিতেছে ভারত। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। কোচ হিসাবে গম্ভীরের প্রথম আইসিসি প্রতিযোগিতা। এখন দেখার, সেখানে কোচের পরিকল্পনা ভারতের কতটা কাজে লাগে।