(বাঁ দিক থেকে) ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় আপাতত ১-১ রয়েছে। ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত। সেখানে নজির গড়ার সুযোগ রয়েছে ভারতের পাঁচ ক্রিকেটারের। তালিকায় রয়েছেন তিন ব্যাটার ও দুই বোলার। ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ, শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল এবং বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা ব্রিসবেনে নজির গড়তে পারেন।
পন্থ— টেস্টে ৩০০০ রানে পৌঁছতে আর ২২০ রান দরকার পন্থের। ৪০টি টেস্টে ২৭৮০ রান করেছেন তিনি। ৪২.৭৬ গড়ে রান করেছেন ভারতীয় উইকেটরক্ষক। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬টি ইনিংসে ৫০.৭৮ গড়ে ৭১১ রান করেছেন পন্থ। এই সিরিজ়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৬৯৬ রান) নজির ভেঙেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রয়েছে ৭১৭ রান। ব্রিসবেনেই সেই রান টপকাতে পারেন পন্থ। ব্রিসবেনে সুনীল গাওস্করের রান টপকানোরও সুযোগ রয়েছে এই বাঁহাতি ব্যাটারের।
শুভমন— আর ১৪১ রান করলে টেস্টে ২০০০ রান পূর্ণ হবে শুভমনের। ব্রিসবেনেই হতে পারে সেই নজির। ৩০টি টেস্টে ১৮৫৯ রান করেছেন তিনি। ৩৬.৪৫ গড়ে রান করেছেন ভারতীয় ব্যাটার। রয়েছে ৫টি শতরান ও ৭টি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার মাটিতে ৮টি ইনিংসে ৪৫.৪২ গড়ে ৩১৮ রান করেছেন শুভমন। মহেন্দ্র সিংহ ধোনিকে (৩১১ রান) টপকে গিয়েছেন তিনি।
যশস্বী— ইতিমধ্যেই ভারতের কোচ গৌতম গম্ভীরকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। অস্ট্রেলিয়ার মাটিতে চারটি ইনিংসে ১৮৫ রান করেছেন যশস্বী। ৪৬.২৫ গড়ে রান করেছেন তিনি। ব্রিসবেনে শতরান করলে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম ইনিংসে জোড়া শতরানের নজির হবে তাঁর। ১৬টি টেস্টে ৫৪.৮৯ গড়ে ১৫৯২ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। ৪টি শতরান ও ৮টি অর্ধশতরান করেছেন তিনি।
বুমরা— আর ১৫টি উইকেটে নিলেই টেস্টে ২০০ উইকেট হবে বুমরার। অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ টেস্ট উইকেটের জন্য আর ৬টি উইকেট দরকার তাঁর। এখন মহম্মদ শামির (৪৪ উইকেট) সঙ্গে একই জায়গায় রয়েছেন বুমরা। তাঁদের উপরে রয়েছেন কপিল দেব (৫১ উইকেট)। ব্রিসবেনেই কপিলকে ছাপিয়ে যেতে পারেন বুমরা। ৪২টি টেস্টে ১৮৫টি উইকেট নিয়েছেন বুমরা। ১১ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ১৮টি ইনিংসে ৪৪ উইকেট নিয়েছেন ভারতের এই পেসার।
সিরাজ— আর ১১টি উইকেট নিলে টেস্টে ১০০ উইকেট হবে সিরাজের। ৩৩টি টেস্টে ৮৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে তিন বার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন সিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬টি ইনিংসে ২৮ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। অ্যাডিলেডে তিনি ছাপিয়ে গিয়েছেন রবি শাস্ত্রীকে (২৬ উইকেট)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy