Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

ঢিলেমি চলবে না, ভারতীয় দলে এ বার ‘কোহলি মডেল’! দাওয়াই কোচের

ভারতীয় দলে এ বার ‘কোহলি মডেল’। আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতে হলে ভাল ফিল্ডিং করতেই হবে। প্রত্যাশিত মানে থাকতে হবে ফিটনেসও। বছরে তিন বার ফিটনেস পরীক্ষার দাওয়াই কোচের।

picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৬
Share: Save:

গুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে ক্রিকেটারদের সতর্ক করে দিলেন ভারতীয় দলের কোচ। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফিটনেস ঠিক না থাকলে এবং খারাপ ফিল্ডিং করলে জায়গা হবে না দলে। শুধু ভাল ব্যাট বা বল করলে হবে না। অর্থাৎ, ‘কোহলি মডেল’ চালু করতে চাইছেন জাতীয় দলের কোচ।

গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসাবেই থেকে গিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। ভারতের মহিলা ক্রিকেট দলের উন্নতি যেন একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো উন্নতি করতে হলে আরও পরিশ্রম করতে হবে ভারতের মহিলা ক্রিকেটারদের। ঢিলেমির কোনও জায়গা নেই। এমনই মনে করছেন ভারতের মহিলা দলের নতুন কোচ অমল মুজুমদার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে হরমনপ্রীতদের তিনি জানিয়ে দিয়েছেন, তাঁদের কাছ থেকে কী চান।

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তার পর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে টেস্ট খেলবেন হরমনপ্রীতেরা। অমল বলেছেন, ‘‘আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিটনেস এবং ফিল্ডিং। এই দুটি বিষয়ের সঙ্গে কোনও সমঝোতা করতে রাজি নই আমি। এই সিরিজ়ের পর কয়েকটি শিবির করার ইচ্ছা আছে আমার। ক্রিকেটারদের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের। পরের মরসুম শুরুর আগেই প্রস্ততি সেরে ফেলতে হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা অন্য কোথাও বেশ কিছু প্রস্তুতি ম্যাচের ভাবনাও রয়েছে।’’

ফিল্ডিং এবং ফিটনেসের উপর এত গুরুত্ব দিচ্ছেন কেন? অমলের বক্তব্য, আধুনিক ক্রিকেটে সাফল্য পেতে হলে এই দু’টি বিষয়ের কোনও বিকল্প নেই। ভারতীয় মহিলা দলের কোচ বলেছেন, ‘‘ফিটনেস এবং ফিল্ডিং আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলে অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারেরা রয়েছে। সবাই সমান সুযোগ পাবে। আসন্ন সিরিজ়ে আমরা এই দু’টি বিষয়ের উপর বাড়তি গুরুত্ব দেব।’’

হরমনপ্রীতদের কোচ হিসাবে আপনার লক্ষ্য কী? অমল বলেছেন, ‘‘আমার লক্ষ্য স্থির করা হয়ে গিয়েছে। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে এক দফা ফিটনেস পরীক্ষা হয়েছে এই সিরিজ়ের আগে। কয়েকটি ক্ষেত্রে নির্দিষ্ট মানের থেকে আমরা পিছিয়ে রয়েছি। তাই গুরুত্ব দিতেই হবে। আমি আন্তরিকতা এবং দৃঢ়তার সঙ্গে এই কাজটা করতে চাই। প্রতি বছর তিন বার ফিটনেস পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। এটা শুরু হয়ে গিয়েছে।’’

অমল চান ভারতের মহিলা দল ভয়ডরহীন আগ্রাসী ক্রিকেট খেলুক। এ ক্ষেত্রে তাঁর পছন্দ শেফালি বর্মার খেলার ধরন। মুম্বইয়ের প্রাক্তন ব্যাটার বলেছেন, ‘‘আমাদের একটা মান এবং ধরনের ক্রিকেট আয়ত্ত করতে হবে। খেলতে হবে। ঠিক যে ধরনের ক্রিকেটের জন্য ভারত পরিচিত। শেফালি এবং জেমাইমা রডরিগেজ়ের খেলার ধরন অনেকটা ঠিক আগে। বাকিদেরও সেটা রপ্ত করতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে না পারলে সামনে এগিয়ে যাওয়া কঠিন।’’

অমল চাইছেন হরমনপ্রীত, মন্ধানাদের ক্রিকেটকে কয়েক ধাপ এগিয়ে দিতে। তা হলে কি দেশের মহিলা ক্রিকেটারদের সামনে বিরাট কোহলিকে আদর্শ হিসাবে তুলে ধরতে চাইছেন? উত্তর দেননি সচিন তেন্ডুলকরের প্রাক্তন সতীর্থ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE