ম্যাডি ভিলিয়ার্স। —ফাইল চিত্র।
চলছে দ্য হান্ড্রেড প্রতিযোগিতা। মেয়েদের ম্যাচে চমকে দিলেন ম্যাডি ভিলিয়ার্স। সমর্থকেরাও চমকে গিয়েছেন। ২৫ বছরের ইংরেজ মহিলা ক্রিকেটার শরীর ছুড়ে এক হাতে ক্যাচ ধরলেন। পাখির মতো ভেসে রইলেন হাওয়ায়।
বুধবার ট্রেন্ট রকেটস এবং ওভাল ইনভিন্সিবলের মধ্যে ম্যাচ ছিল। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচেই ক্যাচ নিলেন ম্যাডি। ওভাল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার মেরিজান কাপ বল করছিলেন। তাঁর হাফ ভলিতে ট্রেন্টের ওপেনার ব্রিয়নি স্মিথ বাউন্ডারি মারতে যান। কিন্তু বল হাওয়ায় চলে যায়। ঠিক মতো ব্যাটে লাগেনি বল। সুযোগ কাজে লাগান ম্যাডি। তিনি দাঁড়িয়েছিলেন লেগ সাইডে। ম্যাডি শরীর ছুড়ে দেন। হাওয়ায় ভেসে থাকা অবস্থাতেই বাঁহাতে বলটি তালুবন্দি করেন।
ম্যাডির নেওয়া ক্যাচের ধাক্কা গোটা ম্যাচে সামলাতে পারেনি ট্রেন্ট। ৯১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। অ্যাশ গার্ডনার (২৬ বলে ৪৫ রান) কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু বাকিরা পারেননি। ওভাল ম্যাচ জিতে নেয় ছ’বল বাকি থাকতেই। প্লে-অফে পৌঁছে গিয়েছে তারা। এলিমিনেটরে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হবে শনিবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy