এ বারের বড় নিলামের আগেই ক্রিকেটারদের সতর্ক করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে দল পাওয়ার পর নাম তুলে নিলে দু’বছর নির্বাসনের শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তার পরেও একই কাজ করেছেন হ্যারি ব্রুক। আইপিএল শুরুর ১২ দিন আগে তিনি জানিয়েছেন যে খেলতে পারবেন না। সেই কারণে শাস্তি পেতে পারেন ব্রুক। দু’বছর নির্বাসিত হতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটার।
২০২৩ সালের ছোট নিলামে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কিনেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। তবে সে রকম খেলতে পারেননি তিনি। ১১টি ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন। গত বছর আইপিএলের ঠিক আগে ব্রুক জানান, পারিবারিক কারণে খেলতে পারবেন না তিনি। এ বার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় হায়দরাবাদ। নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এ বারও ব্রুক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না তিনি।
আরও পড়ুন:
ঠিক কী কারণে ব্রুক নাম তুলে নিয়েছেন তা জানা যায়নি। ইংল্যান্ডের ক্রিকেটার জানিয়েছেন, আগামী দিনে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তার আগে নিজেকে তৈরি করতে চান তিনি। সেই কারণেই আইপিএলে খেলতে পারবেন না। জস বাটলার ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়ার পর ব্রুককেই পরবর্তী অধিনায়ক ধরা হচ্ছে। সেই কারণেই কি আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি?
ব্রুক দিল্লি ক্যাপিটালস দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, অনেক কষ্ট করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। কিন্তু এই বিষয়টি ভাল ভাবে দেখছে না আইপিএলের গভর্নিং কাউন্সিল। গত কয়েক বছরে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অনেক বার এই ঘটনা ঘটেছে। অ্যালেক্স হেলস, জেসন রয়দের মতো তারকারা নাম তুলে নিয়েছেন। ফলে সমস্যায় পড়েছে দলগুলি। সেই ঘটনা যাতে এ বার না ঘটে তার জন্যই আগে থেকে সতর্ক করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরেও এই ঘটনা ঘটল। ফলে ব্রুকের যে শাস্তি হবে তা প্রায় নিশ্চিত। এখন দেখার বোর্ড তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়।