ইডেন গার্ডেন্সে আবার ফিরছে টেস্ট ক্রিকেট। ছ’বছর পর রোহিত শর্মারা কলকাতায় টেস্ট খেলতে নামবেন। পুজোর পরেই টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। শনিবার আইপিএলের উদ্বোধনের দিনেই এই তথ্য জানা গিয়েছে। এ দিকে, ইতিহাস গড়তে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামও।
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। প্রথম টেস্ট হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। ১০-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ম্যাচ।
নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ় খেলবে ভারত। প্রথম ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ২২-২৬ নভেম্বর, গুয়াহাটিতে। এই প্রথম বার টেস্ট হতে চলেছে গুয়াহাটিতে।
আরও পড়ুন:
টেস্ট সিরিজ়ের পর তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর ম্যাচগুলি হবে যথাক্রমে রাঁচী, রায়পুর এবং ভাইজাগে। এক দিনের সিরিজ়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেই ম্যাচগুলি হবে ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ তারিখ। যথাক্রমে কটক, নাগপুর, ধরমশালা, লখনউ এবং অহমদাবাদে।
২০১৯ সালে শেষ বার টেস্ট ম্যাচ হয়েছিল ইডেনে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল। সেই টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। ভারত জিতেছিল ইনিংস এবং ৪৬ রানে। দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ইশান্ত শর্মা।