সুনীল শেট্টির সঙ্গে জমি কিনেছেন লোকেশ রাহুল। মুম্বইয়ের ঠিক বাইরে পশ্চিম ঠাণের ওয়ালেতে তাঁরা এক লপ্তে প্রায় সাত একর জমি কিনেছেন আইপিএল শুরুর আগে। শ্বশুর-জামাইয়ের খরচ হয়েছে ৯ কোটি ৮৫ লাখ টাকা।
ঠাণের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের দফতরের নথি অনুযায়ী, বলিউড অভিনেতা এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্য যৌথ ভাবে ২৮,৩২৭.৯৫ বর্গ মিটার বা প্রায় সাত একর জমি কিনেছেন। স্ট্যাম্প ডিউটি হিসাবে তাঁরা দিয়েছেন ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। এ ছাড়া ৩০ হাজার টাকা দিয়েছেন রেজিস্ট্রেশন বাবদ।
সুনীল বা রাহুল কেউই জমি কেনা নিয়ে মুখ খোলেননি। কী কারণে তাঁরা এক সঙ্গে সাত একরের মতো জমি কিনেছেন, তা জানা যায়নি। যে জায়গায় তাঁরা জমিটি কিনেছেন, তা মূলত শিল্পাঞ্চল হিসাবে পরিচিত। তাই মনে করা হচ্ছে, শ্বশুর-জামাই এক সঙ্গে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। কারণ যাই হোক, সুনীল এবং রাহুলের এক সঙ্গে বিপুল জমি কেনা নিয়ে ক্রিকেট এবং বিনোদন জগতে শুরু হয়েছে আলোচনা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ