Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Showers of Notes

ক্রিকেট ম্যাচের মাঝে মাঠের ভিতরে উড়ল একগুচ্ছ ৫০০ টাকার নোট! হতবাক ক্রিকেটার, আম্পায়ারেরা

ক্রিকেট নিয়ে ভারতবাসীর উন্মাদনার কথা সকলের জানা। ক্রিকেটারদের নিয়েও মাতামাতির শেষ নেই। তেমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

picture of cricket

মাঠে ঢুকে এক গুচ্ছ ৫০০ টাকার নোট ওড়ালেন এক দর্শক। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩
Share: Save:

ক্রিকেট নিয়ে ভারতীয়দের মাতামাতির শেষ নেই। প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখার জন্য বা এক বার ছোঁয়ার জন্য কত কিছুই করেন ক্রিকেটপ্রেমীরা। নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে সমর্থকদের ক্রিকেট মাঠে ঢুকে পড়াও নতুন নয়। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন এক গুচ্ছ ৫০০ টাকার নোট।

ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল সাত ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাই মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেটপ্রেমী। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন এবং ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে ৮৪ রান তোলে। এর মধ্যে পবন করেন ৯ বলে ৩৫। ফারদিনের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩১ রান। মাঠে নামার পর প্রথম বল থেকেই মারতে শুরু করেছিলেন পবন। তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকেরাও। তাঁদের মধ্যে এক জন মাঠে ঢুকে পড়েন ওভার শেষে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ টাকার নোট বের করে পবনের মাথার উপর উড়িয়ে দেন। তার পর পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান। অত্যুৎসাহী ওই সমর্থকের কীর্তি দেখে উচ্ছ্বাসের বাধ ভাঙে অন্য দর্শকদেরও। অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ টাকার নোটগুলি কুড়িয়ে নিতে। দু’এক জন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা, টাকা তুলে দেন পবনের হাতে। গোটা ঘটনায় ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম বাক্‌রুদ্ধ হয়ে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় ক্রিকেট ম্যাচগুলিতে এমন দৃশ্য নতুন নয়। ক্রিকেটারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দর্শকেরা সাধারণত ১০ বা ২০ টাকার নোট ওড়ান। ৫০০ টাকার গুচ্ছ নোট ওড়ানোর ঘটনা তাই আলাদা করে নজর কেড়েছে সমাজমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।

অন্য বিষয়গুলি:

fan Maharshtra cricket match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy