Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2024

ক্রিকেটকে ছড়িয়ে দিতে ভরসা ভারত, পাকিস্তানই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বলছেন ক্রিস গেল

ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমনটাই মনে হচ্ছে ক্রিস গেলের। কী বলছেন ‘ইউনিভার্স বস’?

cricket

ক্রিস গেল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৬:৪৩
Share: Save:

ক্রিস গেল তাকিয়ে রয়েছেন ভারত ও পাকিস্তানের দিকে। রোহিত শর্মা, বাবর আজ়মদের হাত ধরে ক্রিকেট গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, এমনটাই মনে করছেন গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কী বলছেন ক্রিকেটের ‘ইউনিভার্স বস’?

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুন মাসে। ওয়েস্ট ইন্ডিজ়ের পাশাপাশি আমেরিকাতেও হবে খেলা। সেখানেই নিউ ইয়র্কে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তান খেলবে। সেই ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। নতুন করে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ আমেরিকায় ক্রিকেটের প্রচারে সব থেকে বেশি সাহায্য করবে বলে মনে করেন গেল।

একটি সাক্ষাৎকারে গেল বলেন, “আইসিসি চাইছে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে। আমেরিকায় সেটাই হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এই মহাদেশে ক্রিকেটের প্রচারে সাহায্য করবে। নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ। এই দুই দেশের হাত ধরেই ক্রিকেট গোটা বিশ্বে আরও ছড়িয়ে পড়বে।”

ভারত-পাকিস্তান ম্যাচের সাহায্যে গোটা বিশ্বের বাজার ধরা সহজ হবে বলে মনে করেন গেল। তিনি বলেন, “ভারত-পাকিস্তান বিশাল বড় ম্যাচ। এই ম্যাচের হাত ধরেই ক্রিকেটের বাজার বাড়বে। আমেরিকা বড় বাজার। টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল হলে ক্রিকেটেরই লাভ।”

গত বছর ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ব্যর্থতা ঢাকতে চাইছে তারা। গেলের কথায়, “এক দিনের বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ আমাদের আছে। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ফরম্যাটে আমরা যথেষ্ট শক্তিশালী দল। প্রতিযোগিতা আমেরিকার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ়েও হবে। আশা করছি ফল ভাল হবে।”

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2024 Chris Gayle India Cricket Pakistan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy