আইপিএল শুরু হতে না হতেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে আবার নতুন জল্পনা তৈরি হল। জল্পনা তৈরি হয়েছে ধোনির একটি মন্তব্যকে কেন্দ্র করেই। মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও।
আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাঙ্কেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষ বারের মতো’। ধোনির টি-শার্টের লেখা দেখে অনেক মনে করেছিলেন, এ বার আইপিএল খেলে ক্রিকেট থেকে পাকাপাকি ভাবে অবসর নিতে পারেন মাহি। আইপিএলে মাঠে নামার আগে সেই জল্পনা নিয়ে ধোনি নিজেই মুখ খুলেছেন।
শনিবার অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘‘যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’’ ধোনি বুঝিয়ে দিয়েছেন অবসরের ভাবনা এখন তাঁর মাথায় নেই। বিশেষত আইপিএলে মাঠে নামার আগে এ সব নিয়ে ভাবছেন না।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের কথার সুর শোনা গিয়েছে চেন্নাই অধিনায়কের গলাতেও। রুতুরাজের মতে, ধোনি এখনও কয়েক বছর খেলতে পারেন। তিনি বলেছেন, ‘‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। সচিন তেন্ডুলকরের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’’ চেন্নাই অধিনায়ক আরও বলেছেন, ‘‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যে ভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহিভাইয়ের ব্যাট থেকেই পাব।’’
আরও পড়ুন:
২০১৯ সালের পর আর দেশের হয়ে খেলেননি ধোনি। শেষ পাঁচ বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলায় এ বারের আইপিএলে ঘরোয়া ক্রিকেটার হিসাবে খেলবেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০৯:০৪
গুয়াহাটির ২২ গজে কেকেআর ব্যাটারদের পরীক্ষা, কাজে লাগাতে হবে রাজস্থানের একটি দুর্বলতা -
২৩:১৮
শ্রেয়স, শশাঙ্কের দাপটে জয় পঞ্জাবের, ঘরের মাঠে হার দিয়ে আইপিএল শুরু শুভমনের গুজরাতের -
২০:৩৫
খেলায় ব্যর্থতাই বেশি দেখা যায়! রাজস্থান ম্যাচের আগে কেন এমন বললেন কলকাতার বোলিং কোচ -
১৭:৫৭
হারের ধাক্কার মাঝেই ভাল খবর লখনউ শিবিরে, চোট সারিয়ে ফিরছেন ১০ কোটির পেসার -
১৬:৪৩
মাঠে পন্থের সঙ্গে আলোচনার পর সাজঘরে দলের সঙ্গে বসলেন গোয়েন্কা, কী বললেন লখনউ মালিক