Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Bangladesh Cricket

এক দিনে পড়ল বাংলাদেশের ১৬ উইকেট, দক্ষিণ আফ্রিকার কাছেও চুনকাম হলেন শান্তরা

ভারতের পর এ বার দক্ষিণ আফ্রিকার কাছেও সিরিজ় হারল বাংলাদেশ। ঘরের মাঠে পর পর দুই টেস্টেই হারলেন নাজমুল হোসেন শান্তরা।

cricket

নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:২৯
Share: Save:

শুধু বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতে সিরিজ় হারতে হল বাংলাদেশকে। গত মাসে ভারতের কাছে দুই টেস্ট হেরেছিল তারা। এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতেও হারল তারা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২৭৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের ১৬টি উইকেট পড়ল। প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট হয় যায় বাংলাদেশ। মোমিনুল হক ৮২ ও তাইজুল ইসলাম ৩০ রান করেন। বাকি কেউ রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডা ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ডেন পিটারসন ও কেশব মহারাজ। ১টি উইকেট নেন সেনুরান মুথুসামি।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ফলো অন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটিংয়ে। প্রথম ইনিংসে ১৫০ রান পার করেছিল তারা। দ্বিতীয় ইনিংসে সেটাও করতে পারেনি। ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এক দিনে তাদের ১৬টি উইকেট পড়ে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা হাসান মাহমুদ। তিনি ৩৮ রান না করলে ১২৫ রানও হয়তো পার করতে পারত না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নজর কাড়েন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার। মহারাজ ৫টি ও মুথুসামি ৪টি উইকেট নেন। ১টি উইকেট নেন পিটারসন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE