নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।
শুধু বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতে সিরিজ় হারতে হল বাংলাদেশকে। গত মাসে ভারতের কাছে দুই টেস্ট হেরেছিল তারা। এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতেও হারল তারা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২৭৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের ১৬টি উইকেট পড়ল। প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট হয় যায় বাংলাদেশ। মোমিনুল হক ৮২ ও তাইজুল ইসলাম ৩০ রান করেন। বাকি কেউ রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডা ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ডেন পিটারসন ও কেশব মহারাজ। ১টি উইকেট নেন সেনুরান মুথুসামি।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ফলো অন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটিংয়ে। প্রথম ইনিংসে ১৫০ রান পার করেছিল তারা। দ্বিতীয় ইনিংসে সেটাও করতে পারেনি। ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এক দিনে তাদের ১৬টি উইকেট পড়ে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা হাসান মাহমুদ। তিনি ৩৮ রান না করলে ১২৫ রানও হয়তো পার করতে পারত না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নজর কাড়েন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার। মহারাজ ৫টি ও মুথুসামি ৪টি উইকেট নেন। ১টি উইকেট নেন পিটারসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy