স্থিতিশীল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁর জ্ঞান ফিরেছে। কথাও বলছেন। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এই খবর জানিয়েছে। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলায় সময় মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হন তামিম।
হাসপাতালে চিকিৎসাধীন তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিসৎসকেরা। যদিও বিকালে থেকে তিনি অনেকটাই স্থিতিশীল। তাঁর জ্ঞান ফেরার খবরে স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেট মহলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিমকে দেখতে বিকালে হাসপাতালে যান পরিবারের সদস্য এবং সতীর্থেরা। মুশফিকুর রহিম, মাহমুদুল্লা, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ককে দেখতে। তাঁদের সঙ্গেও অল্প কথা বলেছেন তামিম।
আরও পড়ুন:
সোমবার সকালে সাভারের বিকেএসপি মাঠে মুশফিকুর, মাহমুদুল্লাদের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামেন তামিম। ম্যাচ ছিল শাইনপুকুরের বিরুদ্ধে।ঢাকা মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক টস করার সময়ও সুস্থ-স্বাভাবিক ছিলেন। কিছু ক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন। মাঠ থেকে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঢাকা মহমেডান স্পোর্টিংয়ের ম্যানেজার সাজ্জাদ আহমেদ জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। তাই তামিমের হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে।