ওয়াকারকে জবাব দিলেন পাঠান।
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের জোরে বোলার শাহিন আফ্রিদি। তাঁকে সুস্থতা কামনা করতে গিয়ে টুইটে ভারতকে কটাক্ষ করেছিলেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের প্রাক্তন বোলারকে রবিবার পাল্টা জবাব দিলেন ইরফান পাঠান। টুইটে সরাসরি নাম না করলেও তাঁর ইঙ্গিত যে ওয়াকারের দিকেই, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।
শনিবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে শাহিনের ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তার পরেই ওয়াকার টুইটে লেখেন, ‘ভারতের টপ অর্ডার ব্যাটারদের পক্ষে শাহিনের চোট বিরাট শান্তির ব্যাপার। এশিয়া কাপে শাহিনকে দেখতে পাব না ভেবে দুঃখ হচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের বিধ্বংসী বোলিংয়ের কারণেই হেরে গিয়েছিল ভারত। রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলীকে আউট করে টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। সেই প্রসঙ্গেই প্রতিবেশী দেশকে কটাক্ষ করেন ওয়াকার।
It’s a relief of other teams that Bumrah and Harshal aren’t playing this Asia cup!
— Irfan Pathan (@IrfanPathan) August 21, 2022
তার জবাব পেয়ে গেলেন রবিবারই। টুইটে কোথাও পাকিস্তানের নাম করেননি পাঠান। লেখেন, ‘বুমরা এবং হর্ষল এশিয়া কাপে খেলছে না, এতে বাকি দলগুলোর হাঁফ ছেড়ে বেঁচেছে।’ ওয়াকারের টুইটের সঙ্গে পাঠানের টুইটের মিল রয়েছে। ফলে প্রত্যেকেই মনে করছেন, পাঠান জবাব দিলেন ওয়াকারকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy