Advertisement
E-Paper

পাঠানের বাড়িতে আফগানিস্তান ক্রিকেট দলের ভোজসভা, হাজির ভারতীয় ক্রিকেটারের শ্বশুর

অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের বাড়িতে ভূরিভোজ করে এলেন আফগান ক্রিকেটারেরা। সেই ভোজসভায় ছিলেন ভারতের এক ক্রিকেটারের শ্বশুরও।

cricket

আফগান দলের সঙ্গে পাঠান (মাঝে)। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৫
Share
Save

মঙ্গলবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে আফগানিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে তারা। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের বাড়িতে ভূরিভোজ করে এলেন আফগান ক্রিকেটারেরা। সেই ভোজসভায় আফগান ক্রিকেটারদের পাশাপাশি আরও কিছু প্রাক্তন ক্রিকেটার ছিলেন। তবে উল্লেখযোগ্য উপস্থিতি সুনীল শেট্টির, যিনি ভারতের ক্রিকেটার কেএল রাহুলের শ্বশুর। সেই পার্টিতে বিনোদন জগতের খুব বেশি কাউকে দেখা যায়নি।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে আফগানিস্তান। তার আগের দিন, অর্থাৎ সোমবার বেশ কিছু ক্রিকেটারকে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাটে ডেকেছিলেন ইরফান। রশিদ খান, নবীন উল-হক, হাসমাতুল্লা শাহিদি, আজমাতুল্লা ওমরজ়াইয়ের মতো ক্রিকেটারেরা গিয়েছিলেন। ইরফান তাঁর দাদা ইউসুফ পাঠান, প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ইমরান তাহিরকেও ডেকেছিলেন। ছিলেন গায়ক আদনান সামিও।

পরে সমাজমাধ্যমে আদনান বেশ কিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “ইরফান পাঠানের বাড়িতে ‘সাহসী’ আফগান দলের সঙ্গে একটা সন্ধ্যা কাটালাম। অনেক গল্প, ভালবাসা, হাসাহাসির পাশাপাশি কাবাব এবং কাবুলি পোলাও খাওয়া হল।” এ ছাড়া সমাজমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিয়ো ক্রিকেটারদের গল্প করা, আড্ডা মারার বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে।

চলতি বিশ্বকাপে দারুণ খেলেছে আফগান দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে তারা চারটি ম্যাচে জিতেছে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে মাত্র একটিই ম্যাচ জিতেছিল তারা। কিন্তু ভারতের মাটিতে প্রত্যেক ক্রিকেটারই নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

ICC ODI World Cup 2023 Afghanistan Irfan Pathan Rashid Khan Suniel Shetty

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।