আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫৭৪ জন ক্রিকেটারকে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন ২০৮ জন। তাঁদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ১২ জন।
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে তিন জনের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। নিলামে দল পেলে বাকি ন’জন প্রথম বার আইপিএল খেলার সুযোগ পাবেন। তালিকায় রয়েছে শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজ়িম হাসান শাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানার নাম।
শাকিব ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দু’বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজুর। ২০২৩ মরসুমে কলকাতার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন লিটন।
ন্যূনতম দামের নিরিখে বাংলাদেশের এক জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ স্তরে। শুধু মুস্তাফিজুর নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা। শাকিব, লিটন এবং মেহদির ন্যূনতম দাম ১ কোটি টাকা। বাকিরা নিজেদের ন্যূনতম দাম রেখেছেন ৭৫ লাখ টাকা।
আরও পড়ুন:
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে আইপিএলের নিলাম। ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন।