বিশ্বকাপ ফাইনালের এই জামাই নিলামে তুলেছেন বাটলার। ছবি: রয়টার্স।
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন জস বাটলার। এই শার্টের নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য।
সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা। বাটলার জানিয়েছেন, তাঁর বিশ্বকাপ জেতার শার্টে সই রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বাকি সব ক্রিকেটারের। বাটলারের এই পোস্ট দ্রুত সাড়া ফেলেছে। দেড়শোর বেশি মানুষ আগ্রহ দেখিয়েছেন।
আরও পড়ুন: সৌরভের থেকে যতটা সাহায্য পেয়েছি, ধোনি বা বিরাটের থেকে ততটা পাইনি, বললেন যুবরাজ
আরও পড়ুন: ধোনি বা কোহালি নয়, সৌরভই ভারতের সেরা অধিনায়ক, বললেন যুবরাজ
পোস্টে বাটলার লিখেছেন, “গত মাসে রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতাল চ্যারিটির জন্য জরুরি আবেদন করেছিল। যাতে করোনার চিকিৎসার জন্য জীবনদায়ী যন্ত্রপাতি কেনা যায়। সেই আবেদনে সাড়া দিয়েই আমি বিশ্বকাপ ফাইনালের শার্ট নিলামে তুলছি।” একইসঙ্গে পোস্ট করি ভিডিয়ো বার্তায় বাটলার বলেছেন, “আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, বাড়িতে রয়েছেন। আমরা সবাই জানি যে হাসপাতাল, ডাক্তার, নার্সরা সবাই দারুণ কাজ করছে। আগামী দিনে তাঁদের আরও সাহায্য দরকার আমাদের তরফ থেকে।”
I’m going to be auctioning my World Cup Final shirt to raise funds for the Royal Brompton and Harefield Hospitals charity. Last week they launched an emergency appeal to provide life saving equipment to help those affected during the Covid-19 outbreak. Link to auction in my bio. pic.twitter.com/ODN9JY4pk1
— Jos Buttler (@josbuttler) March 31, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy