Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১২

ইডেনে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ওঠা ভারতীয় শিবির। জয়নগরকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি। রেশনকাণ্ডে জ্যোতিপ্রিয়ের মামলার শুনানি। ‘আমহার্স্ট থানায় মৃত্যু’র তদন্ত।

An image of ICC ODI World Cup

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০৬:৫৬
Share: Save:

ইডেনে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা

আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। খেলা ইডেনে। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কলকাতায় বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নারদের সঙ্গে টেম্বা বাভুমা-কুইন্টন ডিককদের লড়াই শেষ পর্যন্ত কী হবে? কোন দল উঠবে রবিবারের ফাইনালে? খেলা দুপুর ২টো থেকে। ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে।

ফাইনালে ওঠা ভারতীয় শিবির

১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। রবিবার আমদাবাদে বিপক্ষ কে, জানা যাবে আজ। কী ভাবে ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? ভারতীয় দলের সব খবর।

জয়নগরকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি

জয়নগরের তৃণমুল নেতা সইফুদ্দিন লস্কর খুনে ব্যবহার করা হয়েছিল দলুয়াখাকির এক যুবকের বাইক। মফিজুল লস্কর নামে সেই যুবককে খুঁজছে পুলিশ। অন্য দিকে, এই খুনের ‘মূল চক্রী’ নাসিরের বিষয়েও তথ্য পেল পুলিশ। বুধবার দলুয়াখাকিতে ফিরল বেশ কিছু ঘরছাড়া পরিবার, যারা সিপিএম সমর্থক।

রেশনকাণ্ডে জ্যোতিপ্রিয়ের মামলার শুনানি

রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার শেষ হচ্ছে সেই হেফাজতের মেয়াদ। আদালত কি বালুর জেল হেফাজতের মেয়াদ ফের বাড়িয়ে দেবে, না কি জামিন পাবেন মন্ত্রী? সে দিকে আজ নজর থাকবে।

‘কারার ওই লৌহ কপাট’ নিয়ে নজরুল-পরিবারের সাংবাদিক বৈঠক

‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে বিতর্ক। রাজাকৃষ্ণ মেননের ছবি ‘পিপ্পা’য় সেই গান ব্যবহার করেছেন এ আর রহমান। চার দিকে বিক্ষোভ বাড়তে থাকলে ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর জানান যে, কাজি নজরুলের পরিবারের কাছ থেকে নিয়ম মেনে স্বত্ব নেওয়ার পরেই তাঁরা গানটি তৈরি করেছিলেন। আজ এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন নজরুল পরিবারের সদস্যরা। কলকাতা প্রেস ক্লাবে হবে জমায়েত।

ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

গাজ়ার বৃহত্তম হাসপাতালেও ঢুকে পড়ল ইজ়রায়েলি সেনা। তাদের অভিযোগ, হাসপাতালের ভিতর থেকে হামাস কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সে কারণেই হাসপাতালে অভিযান। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে ওই হাসপাতালে ২৩০০ রোগী রয়েছেন, যাদের একটা বড় অংশ শিশু। আগামিদিনে পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল-হামাস যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে এগোয়, নজর থাকবে।

মায়ানমারে ‘গৃহযুদ্ধ’

মায়ানমারের সামরিক সরকার বিরোধী সশস্ত্র বিপ্লব জোরালো হয়েছে। ভারতের সীমান্তের কাছাকাছি অংশে সংঘর্ষ বেড়েছে। মায়ানমার সেনার যে সদস্যেরা মিজোরামে ঢুকে পড়েছিলেন, তাঁদের আবার ফেরত পাঠানো হয়েছে। তিন বিদ্রোহী গোষ্ঠীর সম্মিলিত ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর চাপে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে মায়ানমার সরকারের। আজ নজর থাকবে সে দেশের পরিস্থিতির উপর।

রাজ্যের আবহাওয়া কেমন?

বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার প্রভাবে আজ থেকে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় শনিবার সকালে হালকা বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে।

‘আমহার্স্ট থানায় মৃত্যু’র তদন্ত

চুরি যাওয়া ফোন জমা নেওয়ার জন্য এক যুবককে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। সন্ধ্যায় ওই যুবকের বাড়ির লোক থানায় এসে দেখেন, তাঁর নিথর দেহ পড়ে রয়েছে থানায়। শরীরে আঘাতের চিহ্ন। মুখ দিয়ে গ্যাঁজলা বার হচ্ছে। এই দৃশ্য দেখার পরই পুলিশের বিরুদ্ধে ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ তোলে যুবকের আত্মীয়স্বজন। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট চত্বর অবরুদ্ধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি থানায় থাকাকালীন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, মৃত্যু হয়েছে। তবে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, থানায় উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত

২০২৬ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ খেলতে নামছে ভারত। সুনীল ছেত্রীদের সামনে কুয়েত। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে পিছিয়ে কুয়েত। সুনীলরা যেখানে ১০২ নম্বরে, সেখানে কুয়েত রয়েছে ১৩৬ নম্বরে। কুয়েতে খেলা ভারতীয় সময় রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

মানিকের জামিনের মামলা শুনানি হাই কোর্টে

আজ কলকাতা হাই কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এখন তিনি জেলে রয়েছেন। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি শুনানি শুরু হবে।

সিপিএমের যুব সংগঠনের পদযাত্রায় মহম্মদ সেলিম

গত ৩ নভেম্বর কোচবিহার থেকে কলকাতার উদ্দেশে 'ইনসাফ যাত্রা' শুরু করেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই যাত্রা উত্তরবঙ্গের সব জেলা ছুঁয়ে প্রবেশ করেছে মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে মিনাক্ষী মুখোপাধ্যায়দের সঙ্গে হাঁটবেন সিপিএম রাজ্য সম্পাদক তথা যুব সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।

অন্য বিষয়গুলি:

News of the Day ICC ODI World Cup 2023 CPM Calcutta High Court jaynagar Israel Palestine Conflict West Bengal Weather Update Football World Cup 2026
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy