আক্রমণাত্মক ইনিংস খেললেন শ্রীবৎস। ফাইল চিত্র।
মুম্বইয়ের কাছে শেষ বলে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এই অবস্থায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরের রাউন্ডে যেতে হলে বাকি সব ম্যাচ জিততেই হবে বাংলাকে। তাই প্রায় খাদের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল অভিমন্যু ঈশ্বরনের বাংলা। নতুন ক্যাপ্টেন রান না পেলেও বোলারদের দাপটে মধ্যপ্রদেশকে হেলায় হারাল বাংলা। জিতল ছ’উইকেটে, ৩৫ বল বাকি থাকতেই। তিনটি করে উইকেট নিলেন আকাশ দীপ এবং শাহবাজ আহমদ।
বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে ডু অর ডাই ম্যাচে এ দিন টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান অভিমন্যু। শুরু থেকেই মধ্যপ্রদেশের দুই ওপেনারকে চাপে রাখেন ঈশান পোড়েল এবং আকাশ দীপ। ওপেনার আশুতোষ শর্মাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ঈশান। রজত পাতিদার (৪৩) ছাড়া কেউই বলার মতো রান করেননি। ২০ ওভারে মাত্র ১১২ রানে অল আউট হয়ে যায় নমন ওঝাদের মধ্যপ্রদেশ।
জবাবে ব্যাট করতে নেমেই আক্রমণ শুরু করেন শ্রীবত্স গোস্বামী। মূলত তাঁর ব্যাটেই জয়ের রান তুলে নেয় বাংলা। ৪০ বলে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর সামনে ম্লান দেখায় আবেশ খান-ঈশ্বর পাণ্ডেদের শক্তিশালী বোলিং লাইনআপ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলা। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে ঈশ্বরনরা এখন পাঁচ নম্বরে। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই।
আরও পড়ুন: শেষ পাঁচ ইনিংসের তিনটিই সেঞ্চুরি! স্বপ্নের ফর্মে ময়াঙ্ক
আরও পড়ুন: স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে মুক্ত রাহুল দ্রাবিড়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy