প্রতীকী ছবি। অলঙ্করণ: শৌভিক দেবনাথ
ফের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা। এবার অন্তর্বাসের দোকানে। তাও আবার খাস রাজধানী দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায়।
গোপন ক্যামেরায় মহিলা সাংবাদিকের ছবি তোলার অভিযোগ দোকানের মালিকের বিরুদ্ধে। শুধু ছবি তোলাই নয়, দোকানের মালিক লাইভ ফুটেজ দেখেছেন বলেও অভিযোগ তুললেন বছর সাতাশের মহিলা। এফআইআর দায়েরহওয়ার পর তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, আরও অনেকের ভিডিয়ো ফুটেজও ওই দোকানদারের কাছে রয়েছে। ৩৫৪-সি ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।
ঘটনা গত ৩১ অগস্টের। থানায় লিখিত অভিযোগ দায়ের হয় তার ৩ দিন পর। গ্রেটার কৈলাস এলাকার এম ব্লক মার্কেটের একটি অন্তর্বাসের দোকানে যানওই সাংবাদিক। কিন্তু এখনও পর্যন্ত ওই দোকানদার গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগপত্রে ওই মহিলা লিখেছেন, ‘‘কিছু জিনিস পছন্দ করার পর এক মহিলা কর্মীকে ট্রায়াল রুমে নিয়ে যাওয়ার জন্য বলি। তাঁর পথনির্দেশ মতো একটি ঘরে গিয়ে আমি সবগুলো পোশাক ট্রায়াল দিয়ে দেখি। মিনিট দশেক পরে ওই মহিলা কর্মী ভিতরে ঢুকে বলেন, অন্য রুমে যেতে। কারণ হিসেবে ওই কর্মী বলেন, ওই রুমে সিসি ক্যামেরা রয়েছে।’’
আরও পড়ুন: শহর কলকাতায় গ্যাং ওয়ারের বলি! হরিদেবপুরে কুখ্যাত দুষ্কৃতী বাবুসোনাকে গুলি করে খুন
কিন্তু এখানেই শেষ হয়নি। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, ‘‘এর মধ্যেই ওই মহিলা প্রায় জোর করে অন্য একটি রুমে গিয়ে ট্রায়াল দিতে বলেন। সেই সময় আমি কার্যত অর্ধনগ্ন ছিলাম।আমি দেখতে পাই ওই রুমের বাইরেই দোকানের মালিক এবং আরও এক ব্যক্তি বসে ছিলেন। আমি তাঁদের দেখেই সঙ্গে সঙ্গে পোশাক পরে ফেলি এবং রুমের বাইরে বেরিয়ে আসি।’’
ওই মহিলা জানিয়েছেন, প্রায় সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে ফোন করেন। তাঁর বক্তব্য, ‘‘ওই সময় দোকানদার আমার লাইভ ফুটেজ দেখছিলেন। পরে তাঁকে আশ্বস্ত করেন, সব ছবি মুছে ফেলা হয়েছে এবং কোনও কিছুই সেভ করা হয়নি।’’
আরও পড়ুন: ভয়ঙ্কর ১৫ মিনিটের পর ‘টাচ ডাউন’, চাঁদের মাটি ছুঁয়ে চন্দ্রযান-২ এর প্রথম কাজ কী জানেন?
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ওই দোকানের সিসিটিভি ফুটেজের ডেটাবেস ঘেঁটে জানা গিয়েছে, আরও অনেকেরই ভিডিয়ো ফুটেজ রয়েছে। কারও অজান্তে বা গোপনে ছবি তোলার অভিযোগে ৩৫৪-সি ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত চলছে।
ট্রায়াল রুমে গোপন ক্যামেরার নজির আগেও রয়েছে। ২০১৫ সালে তৎকালীন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং বর্তমানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি গোয়ায় ফ্যাবইন্ডিয়ার শো রুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা দেখতে পান। সেই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তার পরও যে এক শ্রেণির দোকান-শপিং মলে এই কীর্তি চলছে, সেই অভিযোগ ফের সামনে চলে এল দিল্লির এই ঘটনায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy