Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Witch

পায়ের পাতায় ২০ আঙুল, হাতে ১২টি! ওড়িশায় বৃদ্ধার জুটল ডাইনি অপবাদ

এ জন্য গ্রামের লোক তাঁকে ‘ডাইনি’ বলে ডাকে। বর্তমানে ৬৩ বছরের ওই বৃদ্ধা একঘরে অবস্থায় নিজের বাড়িতেই ‘বন্দি’।  

পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল ওড়িশার এই বৃদ্ধার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল ওড়িশার এই বৃদ্ধার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৪:০৪
Share: Save:

ওড়িশার গঞ্জামের বাসিন্দা নায়ক কুমারী। জন্ম থেকে তাঁর দু’পায়ের পাতায় ২০টি আঙুল! হাতে রয়েছে ১২টি। এ জন্য গ্রামের লোক তাঁকে ‘ডাইনি’ বলে ডাকে। বর্তমানে ৬৫ বছরের ওই বৃদ্ধা একঘরে অবস্থায় নিজের বাড়িতেই ‘বন্দি’।

সংবাদমাধ্যমে ওই বৃদ্ধা বলেছেন, ‘‘আমি এই আঙুলগুলো নিয়েই জন্মেছি। আমার পরিবার খুব গরিব ছিল। তাই এর কোনও চিকিৎসা হয় কি না তা জানি না। গ্রামের সবাই আমাকে ডাইনি বলে। আমার কাছ থেকে দূরে থাকুন।’’ ওই বৃদ্ধা আরও জানিয়েছেন, কেউ তাঁর সঙ্গে কথা বলে না। নানা ভাবে তাঁর উপর অত্যাচারও করা হয়। দিনের বেশির ভাগ সময় তাই তিনি ঘরে ‘বন্দি’ থাকেন।

তবে প্রতিবেশীদের সকলেই এমন নন। নায়ক কুমারীর এক প্রতিবেশী যেমন বলেছেন, ‘‘আমাদের এই ছোট গ্রামের অধিকাংশ মানুষই কুসংস্কারগ্রস্ত। সে কারণেই ওই বৃদ্ধার সঙ্গে এমন আচরণ করা হয়।’’

আরও পড়ুন: ট্রেনের চাকায় পেঁচিয়ে রয়েছে ১০ ফুটের কিং কোবরা! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: সংবিধান দিবসে মহারাষ্ট্র নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের

অন্য বিষয়গুলি:

odisha Viral Bizarre Witch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE