Advertisement
০৪ নভেম্বর ২০২৪

২৬ অগস্ট পর্যন্ত চিদম্বরমের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

আদালতে তোলার পর সিবিআই-এর পক্ষ থেকে প্রথমেই জানানো হয়, চিদম্বরমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ান জারি হয়েছিল। সেই কারণেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। 

বিশেষ সিবিআই আদালতে তোলা হল পি চিদম্বরমকে। ছবি: টুইটার থেকে

বিশেষ সিবিআই আদালতে তোলা হল পি চিদম্বরমকে। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৬:৩৩
Share: Save:

আদালতে সিবিআই-এর আর্জি মঞ্জুর। চিদম্বরমের পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল স্পেশাল সিবিআই আদালত। অর্থাৎ আগামী ২৬ অগস্ট পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা অর্থমন্ত্রীর সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। তবে এই সময়ের মধ্যে আইনজীবী এবং পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।

বুধবার গ্রেফতারের পর আজ চিদম্বরমকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে সিবিআই। তদন্তে অসহযোগিতা করছেন চিদম্বরম— এই যুক্তিতেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সওয়াল করেন সিবিআই-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টার সওয়াল জবাব শেষে বিচারক সিবিআই-এর আর্জি মঞ্জুর করেন। তবে এই সময়ের মধ্যে আইনজীবী এবং পরিবারের লোকজন তাঁর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে আদালত। যদিও সারা দিনে সেই সময় পাবেন মাত্র ৩০ মিনিট। পাশাপাশি প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।

মঙ্গলবার গ্রেফতারের পর আজ বুধবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ আদালতে পেশ করল সিবিআই। সেখানে সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়, চিদম্বরমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই-এর হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি আর্থিক দুর্নীতির একটি ‘ক্লাসিক কেস’। সেই সঙ্গেই চিদম্বরমের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয়।

পাল্টা যুক্তিতে কপিল সিব্বল বলেন, এটা এমন একটা মামলা, যেখানে তথ্য-প্রমাণের কোনও সম্পর্ক নেই। গ্রেফতারির অন্য উদ্দেশ্য রয়েছে। অসহযোগিতার অভিযোগ খণ্ডন করতে অভিষেক মনু সিঙ্ঘভির যুক্তি, ‘‘আমাকে পাঁচ বার ডাকলে একবারও না গেলে সেটাকে বলা হয় অসহযোগিতা। চিদম্বরমকে এক বারই ডাকা হয়েছে, তিনি গিয়েছেন, এখানে অসহযোগিতা কোথায়? তদন্তকারীরা যে ধরনের উত্তর চাইছেন, সেই মতো উত্তর না হলেই অসহযোগিতা বলা হবে এটা ঠিক নয়।

পি চিদম্বরম সম্পর্কে এই তথ্যগুলো জানেন?

বুধবার রাতে গ্রেফতার করা হয় পি চিদম্বরমকে। আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। রাতে নিজেদের হেফাজতে রাখার পর আজ বুধবার তাঁকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে সিবিআই।

লাইভ আপডেট

• ওঁরা জিজ্ঞেস করেছেন, আমার ছেলের বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আণি বলেছি হ্যাঁ: চিদম্বরম

• ‘‘দয়া করে প্রশ্নোত্তরের নথি পড়ে দেখুন, ওঁরা জিজ্ঞেস করেছেন বিদেশে আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমি বলেছি না’’, বললেন চিদম্বরম

• প্রশ্নগুলো দেখুন, এমন কোনও প্রশ্ন নেই, যার উত্তর আমি দিইনি: চিদম্বরম

• আদালতে নিজেই বললেন চিদম্বরম

• আমরা শুধু আরও জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি: সলিসিটর জেনারেল

• দিল্লি হাইকোর্ট চিদম্বরমকে বলতে অনুমতি দিয়েছিল: সিঙ্ঘভি

• সলিসিটর জেনারেল বললেন, আপনার প্রতিনিধি হিসেবে দু’জন আইনজীবী নিযুক্ত রয়েছেন

• আদালতে নিজেই বক্তব্য রাখতে চান চিদম্বরম (তিনি নিজেও আইনজীবী)

• চিদম্বরমকে এক বারই ডাকা হয়েছে, তিনি গিয়েছেন, এখানে অসহযোগিতা কোথায়?

• অসহযোগিতার অর্থ তদন্তকারীরা যে উত্তর চাইছেন, সেই মতো উত্তর না হলেই অসহযোগিতা বলা হবে এটা ঠিক নয়: সিঙ্ঘভি

• তার জবাবে সিংভি বলেন, আমাকে পাঁচ বার ডাকলে একবারও না গেলে সেটাকে বলা হয় অসহযোগিতা

• চিদম্বরম তদন্তে সহযোগিতা করছেন না, অভিযোগ তুলেছিল সিবিআই

মেয়ের খুনে অভিযুক্ত এক জনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রেফতার কি যুক্তিসঙ্গত, আদালতে প্রশ্ন সিঙ্ঘভির

• সিবিআই-এর পুরো কেসটাই ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কেস ডায়েরি এবং প্রমাণের উপর ভিত্তি করে, চিদম্বরমের পক্ষে বললেন অভিষেক মনু সিঙ্ঘভি

• এটা এমন একটা কেস, যাতে প্রমাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই, ভিন্ন উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে, আদালতে বললেন কপিল সিব্বল

• অর্থ তছরুপের ক্লাসিক কেস, বললেন তুষার মেহতা

• সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, আদালতে জানাল সিবিআই

• জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল চিদম্বরমের বিরুদ্ধে

• সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা

অন্য বিষয়গুলি:

P Chidambaram Arrest Hearing Custody CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE