কৃষি বিল পাশ এবং আট সাংসদকে সাসপেন্ডের ঘটনায় সরব রাহুল— ফাইল চিত্র।
রাজ্যসভায় ধ্বনিভোটে কৃষি বিল পাশ এবং প্রতিবাদী আট সাংসদের শাস্তি প্রসঙ্গে এ বার নরেন্দ্র মোদী সরকারকে টুইটারে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
সোমবার তিনি লেখেন, ‘‘গণতান্ত্রিক ভারতের রূপান্তর প্রক্রিয়া অব্যাহত। প্রথমে নিশ্চুপ করিয়ে। এর পর সাংসদদের সাসপেন্ড করে, কৃষকদের অন্ধকারে রেখে কালা আইন পাশ করিয়ে। এই ‘সর্বজ্ঞ’ সরকারের সীমাহীন অহংবোধ দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।’’
বিরোধীদের ভোটাভুটির দাবি উপেক্ষা করে রবিবার রাজ্যসভায় ধ্বনিভোটে বিতর্কিত দু’টি কৃষি বিল পাশ করিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন, কংগ্রেসের রাজীব সাতভ-সহ প্রতিবাদী আট সাংসদকে সাসপেন্ডও করা হয়েছে।
’Muting Of Democratic India’ continues: by initially silencing and later, suspending MPs in the Parliament & turning a blind eye to farmers’ concerns on the black agriculture laws.
— Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2020
This ‘omniscient’ Govt’s endless arrogance has brought economic disaster for the entire country.
কেরলের ওয়াইনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গত কালই মোদী সরকারের কৃষি বিলকে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’ বলে চিহ্নিত করেছিলেন। এ দিন অন্য একটি টুইটে লিখেছেন, ‘‘কৃষকেরা জমিতে সোনার ফসল ফলান। কিন্তু মোদী সরকারের অহংবোধের জেরে তাঁদের চোখ থেকে রক্ত-অশ্রু বর্ষিত হচ্ছে।’’
আরও পড়ুন: আজও উত্তপ্ত রাজ্যসভা, বেরোতে নারাজ সাসপেন্ড হওয়া ডেরেক-দোলারা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy