নির্মলা সীতারামন। ফাইল চিত্র।
অর্থনীতির বেহাল দশা নিয়ে নির্মলা সীতারামনের ‘দৈবদুর্বিপাক’ মন্তব্যে ক্ষুব্ধ দল।
বিজেপি শিবিরের বক্তব্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ওই মন্তব্য অনভিপ্রেত।এই মন্তব্যের প্রয়োজনই ছিল না। এই মন্তব্যের প্রেক্ষিতে নির্মলাকে এক প্রস্ত আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর প্রশ্ন, ‘‘এ বছর করোনার কারণে ভারতের অর্থনীতি নিম্নমুখী তা সকলেই বুঝতে পারছেন। কিন্তু অতিমারির আগে, ২০১৭ সাল থেকেই ভারতের অর্থনীতি কেন ধুঁকতে শুরু করেছিল, সে বিষয়ে ভগবানের দূত নির্মলা সীতারামন কি কিছু জানাবেন?’’ সব মিলিয়ে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। দলের বক্তব্য, এ ভাবে ‘বিমা সংস্থার মতো’ কথা বলা উচিত হয়নি অর্থমন্ত্রীর। করোনা অতিমারিতে ধাক্কা খাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা, সংস্কারমুখী সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। যার ফলে ধীরে হলেও অর্থনীতির চাকায় যখন গতি আসছে তখন এ ধরনের কথা বলে বিরোধীদের বাড়তি সুবিধে করে দিয়েছেন নির্মলা।কংগ্রেস মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘ওই মন্তব্যের জন্য বকুনি অপেক্ষা করে আছে অর্থমন্ত্রীর কপালে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy