নিজের চায়ের দোকানে রাজকুমার। ছবি: টুইটার থেকে নেওয়া।
একটি-দু’টি আলো, পাখা চালিয়ে মাসের শেষে লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ বিলের মুখে পড়ার কথা শুনেছে। কখনও শুনেছেন, ফুটপাতের চা দোকানি ব্যাঙ্কে ঋণ চাইতে গিয়ে শুনলেন, তাঁর নাকি ৫০ কোটি টাকা আগেই বাকি রয়েছে। এমনই এক ঘটনা সামনে এল হরিয়ানার কুরুক্ষেত্রে।
কুরুক্ষত্র শহরে ফুটপাতে ছাতা খাটিয়ে চা বিক্রি করেন রাজকুমার নামে এক ব্যক্তি। লকডাউনের জেরে দোকান বন্ধ ছিল, খোলার পরেও আর আয় সেই রকম নেই। ফলে সংসার চালাতে পারছিলেন না। তাই নতুন কিছু শুরু করবেন বলে ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করেন। কিন্তু ব্যাঙ্ক থেকে যে উত্তর পেলেন, তা শুনে তাঁর মাথায় বাজ পড়ার অবস্থা।
ব্যাঙ্ক থেকে জানানো হয়, রাজকুমার নতুন করে ঋণ পেতে পারেন না। কারণ তিনি আগের ৫০ কোটি টাকা ঋণ শোধ হয়নি। তাঁকে কয়েক পাতার চিঠিও ধরায় ব্যাঙ্ক কর্তপক্ষ। ব্যাঙ্কের এই বক্তব্য জানতে পেরে আকাশ থেকে পড়ার অবস্থা রাজুকমারের। তিনি জানান, এর আগে তিনি কোনও দিন ব্যাঙ্কে ঋণের জন্য আবেদনই করেননি, ঋণ নেওয়া তো দূরের কথা।
আরও পড়ুন: মাস্ক না পরা গাধা ও পথচারীর ইন্টারভিউ নিলেন সাংবাদিক, দেখুন কে কী উত্তর দিলেন
আরও পড়ুন: ভারতের এক খনি থেকে মিলল প্রায় ১১ ক্যারাটের হিরে
সংবাদ সংস্থা এএনআই রাজকুমার, তাঁর দোকান এবং ৫০ কোটি ঋণ মেটানোর নোটিসের ছবি পোস্ট করেছে। যদিও কোন ব্যাঙ্কে এই ঘটনার সম্মুখীন হয়েছেন রাজকুমার সে সম্পর্কে কিছু উল্লেখ নেই। বা ঘটনা সামনে আসার পর ব্যাঙ্কের তরফে কোনও বক্তব্যও পাওয়া যায়নি।
দেখুন এএনআই-এর পোস্ট:
Haryana: Rajkumar, a tea seller in Kurukshetra claims he owes Rs50 crores to banks without even taking a loan. Says, "I had applied for a loan as my financial situation is dire due to COVID. Bank rejected it saying I already have debt of Rs 50 cr, don't know how it is possible." pic.twitter.com/BhTStsIwiy
— ANI (@ANI) July 22, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy