৩৪ বছরেই ঠাকুমা হওয়ার অভিজ্ঞতা কেমন, জানালেন শিরলি। ছবি: ইনস্টাগ্রাম।
মাত্র ৩৪ বছর বয়সে ঠাকুমা হয়ে সমাজমাধ্যমে হইচই তুলে দিয়েছেন সিঙ্গাপুরের বাসিন্দা শিরলি লিং। চিনা সংবাদপত্রের খবর অনুযায়ী শিরলির বয়স এখন ৩৫ বছর। গত বছর শিরলির ১৭ বছর বয়সি ছেলের সন্তান হওয়ার পরেই তিনি ঠাকুমা হয়েছেন। পেশায় সমাজমাধ্যম প্রভাবী শিরলি মোট তিন বার বিয়ে করেছেন। তাঁর মোট ৫ সন্তান রয়েছে। ১৭ বছর বয়সে প্রথম বার মা হয়েছিলেন তিনি। ২ পুত্র আর ৩ কন্যার মা শিরলি।
এত অল্প বয়সে ঠাকুমা হওয়ার অভিজ্ঞতা কেমন, সম্প্রতি শিরলি তা নিয়ে অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে খোলাখুলি আলোচনা করেছেন। শিরলির মতে, অল্প বয়সে ঠাকুমা হওয়ার ভাল, মন্দ— দুই দিকই রয়েছে। শিরলি বলেন, ‘‘গত বছর যখন জানতে পারি, আমার বড় ছেলের বান্ধবী অন্তঃসত্ত্বা, সেই খবর শুনে কিন্তু আমার ভয় হয়নি। মনে মনে ভেবেছিলাম, আমার ছেলে বুঝি আমাকে দেখেই ১৭ বছর বয়সে অভিভাবক হতে উৎসাহী হয়েছে। আমার অন্য সন্তানদের তুলনায় বড় ছেলে সব বিষয়ই বেশি উৎসাহী। ও খেলাধূলা নিয়ে থাকতে ভালবাসে। আমি ছেলেকে শুধু এইটুকু বলেছিলাম, ওর কাজের দায়িত্ব কিন্তু ওকেই নিতে হবে।’’
একটি ভিডিয়োতে শিরলি জানিয়েছেন যে তিনি কখনই তাঁর সন্তানদের অল্প বয়সে সন্তানধারণের জন্য উৎসাহ দেননি। শিরলি বলেন, ‘‘আমি জানি, অল্প বয়সে সন্তানদের দায়িত্ব নেওয়া কতটা কঠিন।’’ তবে ছেলের বাবা হওয়ার খবর শুনে শিরলি তাকে মোটেই বকাবকি করেননি। শিরলির বলেন, ‘‘সমস্যার কী ভাবে সম্মুখীন হতে হয়, সেটুকুই শিখিয়েছি ওকে। আমার মনে হয়, বাচ্চারা ভুল করলেও ওদের পাশে দাঁড়ানো উচিত, ওদের মাথা থেকে হাত সরিয়ে নেওয়া কখনওই উচিত নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy